বাংলাহান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার তৃণমূল জামানার আজ শেষ বাজেট পেশ। অর্থমন্ত্রী নয়, বাজেট পেশ করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। শারীরিক অসুস্থতা থাকার দরুণ করোনা আবহে চিকিৎসকরা বাড়ি থেকে নিঃশেষ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। তাই গুরু দায়িত্ব কাঁধে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পূর্বেই রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে এবারের বাজেট পেশ করা থেকে অব্যাহতি চেয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। জানা গিয়েছে, অর্থমন্ত্রীর আবেদন মঞ্জুরও করেছেন রাজ্যপাল। সেইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছ থেকে মুখ্যমন্ত্রীর বাজেট পেশ করার অনুমতি চেয়ে নিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
অর্থমন্ত্রীর বদলে অন্য কোন মন্ত্রীকে দিয়েও বাজেট পেশ করা যেত। কিন্তু বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী বাজেট ঘোষণা করার প্রসঙ্গে, কিছু একটা চমক রয়েছে বলেই মনে করছে আপামোর বঙ্গবাসী। নির্বাচনের পূর্ণাঙ্গ বাজেট না পেশ করে, ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে বলেও জানা গিয়েছে। আগামী ৩০ শে জুন পর্যন্ত খরচের অনুমোদন করানো হবে বলেও জানা গিয়েছে।
ইতিমধ্যেই বাম এবং কংগ্রেস এই বাজেট বক্তৃতা বয়কট করেছে বলে সূত্রের খবর। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বকালে কোন অর্থমন্ত্রী না থাকায় তিনিও বাজেট পেশ করেছিলেন।
আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে এই বাজেট জনমুখী হতে চলেছে বলে, আগেই আলিপুরদুয়ারের সভা থেকে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ভোটের আগে কিছু একটা চমক দিতে চলেছে শাসক দলের সরকার, তা আন্দাজ করতে পারছে বাংলার মানুষ।