বাংলাহান্ট ডেস্কঃ লাগাতার বেড়ে চলেছে পেট্রোলের দাম (Petrol Price) এবং ডিজেলের দাম (Diesel Price)। তেলের এই লাগামহীন মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। প্রতিদিন রাস্তায় বেরিয়েই তাদের পকেট খালি হয়ে যায়। সমস্ত কিছুর দামকে ছাপিয়ে গিয়ে প্রতিদিনই উর্দ্ধমুখী হচ্ছে পেট্রোল ডিজেলের দাম।
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের দাম পরিবর্তীত হয়। তারপর সেই দাম সারাদিন থাকার পর আবারও পরদিন সকালে পরিবর্তীত হয়। তবে অনেক সময় পরপর বেশ কয়েকদিন একই দাম থাকতেও দেখা যায়। আবার দামের পরিবর্তনও দেখা যায়।
গত বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৮০.৪১ টাকা। সেই দাম শুক্রবার ৩০ পয়সা বৃদ্ধি পেয়ে হয় ৮০.৭১ টাকা। শুক্রবারের পর আর ডিজেলের দাম কমতে দেখা যায়নি। আজও অর্থাৎ সপ্তাহের শুরুতে প্রথম দিন একই রয়েছে ডিজেলের দাম।
সোমবার কলকাতায় ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮০.৭১ টাকা।
দিল্লীতে ডিজেলের দাম লিটার প্রতি ৭৭.১৩ টাকা।
মুম্বাইয়ে রয়েছে ৮৩.৯৯ টাকা প্রতি লিটার।
চেন্নাইয়ে রয়েছে ৮২.৩৩ টাকা প্রতি লিটার।
অন্যদিকে পেট্রোলের দামও গত বৃহস্পতিবার কলকাতায় ছিল ৮৮.০১ টাকা প্রতি লিটার। সেটা শুক্রবার লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ৮৮.৩০ টাকা। তারপর থেকে সোমবার অবধি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে।
অর্থাৎ সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮৮.৩০ টাকা।
দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৬.৯৫ টাকা।
মুম্বাইয়ে রয়েছে ৯৩.৪৯ টাকা প্রতি লিটার।
চেন্নাইয়ে রয়েছে ৮৯.৩৯ টাকা প্রতি লিটার।