কোনদিকে যাচ্ছে বাংলার আবহাওয়া, জেনেনিন কেমন থাকবে আজকের ও আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা। ডালটনগঞ্জ, মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে, উত্তরের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টির পরিমাণ রবিবার থেকে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (weather office)।

অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণে বৃষ্টির কোন পূর্বাভাসই নেই। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মধ্য এবং পূর্ব ভারতে। আবার দক্ষিণের বাতাসে জলীয় বাস্প প্রবেশ করলেও, তা বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

delhi rains pti1 1625827093

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা34 ° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা85%
বাতাস8 km/h
মেঘে ঢাকা45%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

monsoon delhi 1623911092

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় হালকা বৃষ্টির চেয়েও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে, রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর