‘চল একদিন দিঘা গিয়ে …” গৃহবধূকে কুপ্রস্তাব তৃণমূল নেতার! অডিও ভাইরাল হতেই বললেন …

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের (West Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার এক তৃণমূল (Trinamool Congress) উপপ্রধানের বিরুদ্ধে উঠে মারাত্মক অভিযোগ। এক গৃহবধূকে দিঘায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন ওই ! বৃহস্পতিবার সেই কল রেকর্ডিং মারাত্মক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এবার বিরোধীদের নিশানায় শাসক শিবির। অডিয়ো সত্যতা প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জেলা তৃণমূলের সভাপতির। সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরছে একটি অডিয়ো রেকর্ডিং। ফোনের এক প্রান্তে রয়েছেন এক মহিলা অপরপ্রান্ত থেকে শোনা যাচ্ছে এক পুরুষ কণ্ঠস্বর। নেট নাগরিকদের একাংশের দাবি, ওই অডিয়োতে পুরুষ কণ্ঠস্বরটি দাসপুর দু’নম্বর ব্লকের গৌরা ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুশান্ত রায়ের।

অডিয়োতে শোনা যাচ্ছে, ফোনের অপরপ্রান্তে থাকা মহিলাকে দিঘা ঘুরতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন সুশান্ত রায়। ‘বাড়িতে কোনওমতে ম্যানেজ’ করে রাত কাটানোর প্রস্তাবও দিচ্ছেন তিনি। যদিও মহিলা কণ্ঠস্বর দাবি করেছেন, তিনি তাঁর মেয়ের মতো। তাই এই প্রস্তাব তাঁর কাছে অসম্মানজন। প্রায় ছয় মিনিটের কল রেকর্ড রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

tmc flag

পঞ্চায়েত ভোটের মুখে এই অডিয়ো সামনে এনে রীতিমতো সুর চড়িয়েছে বিজেপি। জেলা বিজেপি-র সম্পাদক প্রশান্ত বেরার দাবি, ‘এভাবেই তৃণমূল নেতারা গ্রামের মেয়েদের সঙ্গে প্রতারণা করছে। নানারকম প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে এই ধরনের আচরণ করছে। একটি মাত্র অডিয়ো নয়, খুঁজলে আরও রেকর্ডিং পাওয়া যাবে।’

জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, ‘এখনও পর্যন্ত এই অডিয়োর সত্যতা প্রমাণিত নয়। তবে এই সম্পর্কিত কোনও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দল কড়া পদক্ষেপ করবে। এই ধরনের ঘটনা কোনওভাবেই তৃণমূল মেনে নেবে না।’

সুশান্ত রায়ের সঙ্গে এই ভাইরাল অডিয়ো প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সময় ডিজিটাল-কে বলেন, ওই রেকর্ডিংয়ে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে তা আমার নয়। কোনওদিক থেকে যুদ্ধে না পেরে বিরোধীরা এইসব করছে। আমি নিষ্ঠাবান, সৎ মানুষ। কোনও মহিলার সঙ্গে আমি এই ধরনের কথা বলিনি।’

Sudipto

সম্পর্কিত খবর