বাংলা হান্ট ডেস্ক : বাইরন বিশ্বাসের (Bayron Biswas) বাড়িতে আয়কর হানার (IT Raid) পর মিলল টাকার পাহাড়ের হদিশ। টানা ১৯ ঘন্টা ম্যারাথন তল্লাশির পর বাইরন নিজেই জানিয়েছেন, তার বাড়ি থেকে ৬০ লক্ষ টাকা আটক করেছে আয়কর বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। যদিও মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের দাবি, এই টাকা নাকি বৈধ। এক টাকাও নাকি হিসেব বহির্ভূত নয়।
বুধবার সকাল থেকে বাইরনের বিড়ি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি, নির্মীয়মান ক্যামিক্যাল ফ্যাক্টরি, স্কুল হাসপাতাল সহ সাত জায়গায় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্তের সময় বাইরনকে জিজ্ঞাসাবাদ করা হলে তখনই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে জানানো হয়, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় সমস্যা হয়েছিল।
এই খানাতল্লাশির পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বাইরন। তৃণমূল বিধায়ক বলেন, ‘বাবার বয়স হয়েছে। তাই কিছুটা চিন্তিত। কারণ এই ধরনের তল্লাশির মুখোমুখি কখনও হতে হয়নি আমাদের।’ বাইরনের দাবি, ‘দীর্ঘ তল্লাশিতে পরিবারের উপর একটু চাপ তো পড়েই। কিন্তু ব্যবসা যখন করি, তখন যাবতীয় নথিপত্র রেখেই করি।’ এদিকে অভিযান শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, এই প্রসঙ্গে কিছু বলার এক্তিয়ার তাদের নেই।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সকাল ৬ টা থেকে রাত্রি ১ টা পর্যন্ত তল্লাশি চালায় আয়কর বিভাগের কর্মকর্তারা। বাইরনরা তিন ভাই এবং তাদের তিনজনেরই রয়েছে পারিবারিক ব্যবসা। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে ৯৬ লক্ষ টাকা আয়কর জমা দিয়েছেন বাইরন এবং স্ত্রী। সেই সাথে নির্বাচন কমিশনের যে রিপোর্ট দাখিল হয়েছে তাতে বলা হয়েছে, বাইরনের বার্ষিক আয় ৫৮ লক্ষ থেকে ১.১৫ কোটি টাকা পর্যন্ত।
আরও পড়ুন : সরকারি কর্মচারীদের ‘ললিপপ’ দেওয়া হল! DA বৃদ্ধির ঘোষণায় বড় ফাঁকি, বুঝিয়ে দিলেন শুভেন্দু
এদিকে তৃণমূলের মতে, বেছে বেছে তাঁদের দলের নেতাদের বাড়ি, অফিসে আয়কর, ইডি বা সিবিআই হানা দেয়। যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ব্যাপারে বরাবরই প্রতিহিংসা দেখে এসেছে তৃণমূল কংগ্রেস। এইদিন ফিরহাদ হাকিম বলেন, ‘এর আগে বিড়ি ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতেও আয়কর হানা হয়েছিল। এ বার বাইরনের বাড়িতে।’ তিনি আরও বলেন, ‘আয়কর দফতরকে ওঁরা হিসাব দেবেন। এটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। তবে, যে হেতু বাইরন তৃণমূলে যোগ দিয়েছেন, তাই হানা দিয়েছে আয়কর।’