ভারতীয় বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করল আরব আমিরশাহী অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ

বাংলা হান্ট ডেস্কঃ ভারত থেকে আরব আমিরশাহী ভ্রমণে আগ্রহী যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। ভারতে ক্রমবর্ধমান করনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার ভারত থেকে আরব আমিরশাহীগামী সমস্ত যাত্রীবাহী বিমান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। আবুধাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরশাহী সরকার।২২ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ করা হলেও তা কবে তুলে নেওয়া হবে তা এখনো জানানো হয়নি।

তবে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে আসা বিমানগুলির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি সে দেশের সরকার। সুতরাং আরব আমিরশাহী থেকে ভারতীয় অথবা সে দেশের নাগরিকদের ভারতে আসতে কোন বাধা নেই। শুধু আরব আমিরশাহী নয় ভারতে বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমন ও দ্বিতীয় তরঙ্গের কথা মাথায় রেখে বহু দেশই ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে নাম রয়েছে এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইস্রায়েল, অস্ট্রেলিয়া, হংকং, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, পাকিস্তান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর সহ আরো অনেক দেশেরই। এই মুহূর্তে ভারতীয় ভ্রমণকারীদের সাময়িকভাবে নিজেদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা।

সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অস্ট্রেলিয়ার তরফে।শুধু ভারত থেকে কেউ অস্ট্রেলিয়া যেতে পারবেন না তাই নয়, ৩ মে থেকে ১৪ মে অবধি অস্ট্রেলিয়ায় থাকা কোন ভারতীয় ভারতে আসতে পারবেন না। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে অথবা অন্য কোন দেশের মধ্যে দিয়ে গোপনে অস্ট্রেলিয়ায় পৌঁছালে তাদের পাঁচ বছরের জেল অথবা ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হতে পারে? সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু কথা উঠলেও সাম্প্রতিক সংক্রমণের কথা মাথায় রাখলে এই সিদ্ধান্তগুলি যে খুবই গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর