বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন৷স্কুলগুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণার পরই রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগ ঘোষণা করতেই নয়া বিতর্ক সৃষ্টি হয়৷ তবে এরই মধ্যে আবার নতুন নিয়ম চালু করল ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন৷
তাই এবার থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে এক বছরের প্রশিক্ষণ নিতেই হবে৷ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের তরফ থেকে নবাগত শিক্ষকদের জন্য বাধ্যতামূলকভাবে এই প্রশিক্ষণ নিতে হবে এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে৷ তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আগে এই এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে শিক্ষকদের শিক্ষা দেওয়ার মান বাড়ানোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷
সূত্রের খবর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর অর্থাত্ নিয়োগপত্র পাওয়ার পরে ছ মাসের মধ্যে এই বিশেষ প্রশিক্ষণ নিতে হবে৷ সেক্ষেত্রে নেট সেট বা পিএইচডি থাকলেও তাঁদের জন্যও এই এক মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ ইউজিসির ভাইস চেয়ারম্যান ভূষণ পট বর্ধমানের এই ঘোষণার পর কার্যত জোর গুঞ্জন উঠেছে শিক্ষক মহলে৷ যদিও শিক্ষাদানের মান বাড়াতে এই পদ্ধতি কার্যকর করা হবে৷