লাগাতার উত্ত্যক্ত করা যুবককে এমন শিক্ষা দিল খাঁচার শিম্পাঞ্জি, যা আজীবনে ভোলার নয়! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে কর্মফল। বিভিন্ন পশু সংগ্রহশালায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু সেই পর্যটকদের মধ্যে এমন অনেকেই থাকেন যাঁরা খাঁচার মধ্যে বদ্ধ প্রাণীদের উৎপাত করতে মোটেই পিছপা হননা। কিন্তু কথায় আছে ‘চোরের সাতদিন আর গৃহস্থের একদিন।’ অর্থাৎ চোর রোজ চুরি করতে পারে কিন্তু যে একদিন গৃহস্থের হাতে ধরা পড়বে সেদিনই তার ইহলীলা সাঙ্গ হবে। ঠিক সেইরকমই আপনি রোজ খাঁচায় বন্দী পশুকে উত্যক্ত করতে পারেন। কিন্তু যেদিন সে আপনাকে হাতে পাবে সেদিন আপনার ভাগ্যে ঠিক কী থাকবে তা একমাত্র ভগবানই জানবেন।

ঠিক এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি আপলোড করা হয়েছে gieddeeandgiedde নামের একটি ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি শিম্পাঞ্জির খাঁচার সামনে দাঁড়িয়ে বেশ কিছু সময় ধরেই উত্ত্যক্ত করে যাচ্ছিল। প্রথমে চুপ করে সব কিছু সহ্য করে নিচ্ছিল বেচারা শিম্পাঞ্জি। এরপর হঠাৎই শিম্পাঞ্জির নাগালের মধ্যে চলে আসে ওই ব্যক্তি।

এরপর আর যায় কোথায়! সটান তাঁর পরনের টি-শার্ট ধরে টানতে শুরু করে শিম্পাঞ্জিটি। কাছেই দাঁড়ানো নিরাপত্তা কর্মীটি ব্যর্থ প্রচেষ্টা করতে থাকে শিম্পাঞ্জি কবল থেকে তাঁকে মুক্ত করার। টিশার্ট ধরে টানতে টানতে ব্যক্তির একটি পা নাগালে পেয়ে যায় শিম্পাঞ্জি। খাঁচার লোহার গারদের মধ্যে থেকেই দু’হাত দিয়ে আঁকড়ে ধরে তার পা। দেখে নিন ভইরাল হওয়া সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Gidda company (@gieddee)

সহজেই বোঝা যাচ্ছে ওই ব্যক্তির তখন ঠিক কী অবস্থা? কিন্তু এত কিছু হতই না যদি ওই ব্যক্তি শিম্পাঞ্জিটিকে না বিরক্ত করত। সেই জন্যই বলা হয় পশুদের দেখে আনন্দ নিন, কিন্তু তাদের ভুলেও বিরক্ত করবেন না। তার ফল কিন্তু ভালো হবে না।


Sudipto

সম্পর্কিত খবর