বাংলাহান্ট ডেস্ক : দুই টিকিট পরীক্ষক কথা বলছিলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। হঠাৎই এক টিকিট পরীক্ষকের মাথায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। মাথায় বিদ্যুতের তার পড়ার পর সেই টিকিট পরীক্ষক ছিটকে গিয়ে পড়লেন প্লাটফর্ম থেকে সোজা রেললাইনে। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই টিকিট পরীক্ষককে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে খড়গপুর স্টেশনে।
খড়গপুর জংশন পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। কয়েক লক্ষ যাত্রী প্রতিদিন এই স্টেশন দিয়ে যাওয়া-আসা করেন। রেলেরই এক টিকিট পরীক্ষক এবার বিদ্যুৎপৃষ্ট হলেন এই স্টেশনেই। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর তিনি দীর্ঘক্ষণ পড়েছিলেন রেল লাইনে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা প্রশ্ন তুলেছেন রেলের নিরাপত্তা নিয়ে।
ঠিক কি ঘটনা ঘটেছিল? সময়টা দুপুর পৌনে একটা। খড়গপুর স্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম তখন বেশ ফাঁকা। এই প্লাটফর্মে দাঁড়িয়েই টিকিট পরীক্ষক সুজন কুমার সিং সর্দার কথা বলছিলেন অন্য এক সহকর্মীর সাথে। হঠাৎই মাথায় বিদ্যুতের তার লেগে সুজন বাবু প্ল্যাটফর্ম থেকে ছিটকে গিয়ে পড়েন রেল লাইনে। অন্য সহ কর্মীটি সরে গিয়ে দাঁড়ান অন্য জায়গায়। দীর্ঘক্ষণ পর রেললাইন থেকে সুজন বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন সুজন বাবু। এত বড় ভয়ঙ্কর ঘটনা কীভাবে ঘটল? খড়্গপুরের ডিআরএম জানিয়েছেন,”আমি বলতে পারব না ঠিক কি হয়েছে। উপরে হয়তো কোন পাতলা তার ছিল। সম্ভবত সেই কারণেই তারটি ছিঁড়ে পড়ে।” ঘটনাটি তদন্তের জন্য আশ্বাস দিয়েছেন তিনি।