বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও শেয়ার হয়। তার মধ্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে। এই ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে। এর পাশাপাশি বহু পশুপাখিরও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এমনই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একটি শিশু গোরিলা খড়ের ওপর খেলছিল। নিজের মনে বারবার সে খড়ের গাদার ওপর পড়ছে আর উঠছে। কিন্তু তার এই আনন্দ বেশিক্ষণ টিকল না। কারন কিছুক্ষণ পরেই তার মা এসে তাকে নিয়ে চলে যায়। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু সোমবার এই ভিডিওটি পোস্ট করেন তাঁর টুইটার হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে লেখেন, “আমাদের সবার মধ্যেকার লুকিয়ে থাকা বাচ্চার জন্য। তিন নম্বর লাফটা অবশ্যই দেখবেন। তারপরেই সব আনন্দ মাটি।”
https://twitter.com/supriyasahuias/status/1234414103625551873
বলা বাহুল্য এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৮০ হাজারেরও বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। সঙ্গে ৬০০০ এরও বেশি লাইক পেয়েছে এই ভিডিও। নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন পোস্টটি।
https://twitter.com/sravani950570/status/1234473696540016640
https://twitter.com/thea_kan/status/1234415251396784129
প্রসঙ্গত, এর আগেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি। তখনও একই রকম ভাইরাল হয়েছিল এই ভিডিওটি।