অজিদের বিরুদ্ধে বড় সুযোগ কোহলির সামনে! সৌরভকে ছুঁয়েই নেবেন ২০০৩-এর বদলা?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবশেষে উপস্থিত সেই দিন। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালের দিকে। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ম্যাচের প্রত্যেকটি মুহূর্ত রুদ্ধশ্বাসভাবে উপভোগ করতে চলেছেন প্রত্যেক ক্রিকেটপ্রেমী। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি আজ ভারতীয় দলের (Indian Cricket Team) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) সামনে রয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) একটি বিশেষ কীর্তি ছুঁয়ে ফেলার সুযোগ। সৌরভের রেকর্ড ছুঁয়েই সৌরভের বদলা নিতে তারা মরিয়া।

২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভেঙেছিল মন:
আজ থেকে ঠিক ২০ বছর আগে দুই দল এরকম ভাবেই দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। লিগ পর্যায়ের হার থেকে শিক্ষা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় টসে জিতেও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে অধিনায়ক রেখে পন্টিংয়ের ব্যাটে ভর করে ৩৫৯ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে ভারতীয় দল শোচনীয় ভাবে ব্যর্থ হয় এবং ৪০ ওভারের মধ্যে ২৩৪ রানে অলআউট হয়েছে। সৌরভের নেতৃত্বে থাকা ভারতীয় দল আশা জাগিয়েও সেই সময়ের অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে।

বদলা নেবেন বিরাট, রোহিত:
তবে এবার ভারতীয় দলের দুই সিনিয়র তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার সামনে সুযোগ রয়েছে ভারতীয় দলকে সঠিক পথে চালনা করে সেই হারের বদলা নেওয়ার। দুজনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো তারা ব্যর্থ হলে দল হেরে যাবে এমনটা ভাবারও কোনও কারণ নেই। ফলে তাদের উপর অতিরিক্ত চাপ থাকছে না। তারা খোলা মনে খেলতে পারলে ২০ বছর আগের ক্ষতের উপর প্রলেপ লাগাতে পারবে ভারতীয় দল এমনটা আশঙ্কা করছেন সকলে।

ac kohli rohit

আরও পড়ুন: ভারত ৪, অস্ট্রেলিয়া ২, পাকিস্তান ০! ICC-র দিকে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ পাকিস্তানের

সৌরভের রেকর্ড ছুঁয়ে ফেলবে কোহলি:
২০ বছর আগে ভারতীয় দল যারা হাত ধরে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেও একটুর জন্য ট্রফিটা ছুঁতে পারেননি তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যে বছর প্রথম ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন অর্থাৎ ২০০০ সালে তিনি সাতটি ওডিআই শতরান করেছিলেন। সচিন টেন্ডুলকার ছাড়া আর কোন ভারতীয় এক বছরে তার চেয়ে বেশি শতরান করতে পারেননি। বিরাট কোহলি চলতি বছরে ছয়টি শতরান করেছেন। ফাইনালে তিনি শতরান পেলেই সৌরভের মত এক বছরের সাতটি ওডিআই শতরান করার কীর্তি ছুঁয়ে ফেলবেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হলেও রোহিতের মাথায় পাকিস্তান! শামিকে কোন বাড়তি দায়িত্ব দিলেন?

রোহিতকেও ছুঁয়ে ফেলবেন বিরাট:
শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় নন, বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মার নামের পাশেও এক বছরে সাতটি ওডিআই শতরান করার কীর্তি রয়েছে। ২০১৯ সালে সেই কাজটা করেছিলেন তিনি। তবে রোহিত সেই কাজটা করেছিলেন একজন সাধারণ ক্রিকেটার হিসেবে, নায়ক হিসাবে নয়। কাজেই আজ শতরান করতে পারলে কোহলি, রোহিতকেও ছুঁয়ে ফেলবেন এমনটাও বলা যায়।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর