NIA তে আপত্তি নেই, আমাদের কেউ তো আর জড়িত নয়! এগরায় বিস্ফোরণ নিয়ে মন্তব্য মমতার

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা (Egra)। এদিন দুপুরে এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় সাত জন মৃত্যু ঘটেছে, আহত একাধিক। ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। NIA তদন্তের দাবি তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতা। এবার এই ঘটনায় NIA তদন্তের আপত্তি নেই বলে নবান্ন থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর কথা, সত্যি সামনে আসুক। প্রসঙ্গত স্থানীয়দের অভিযোগ, এগরার ওই কারখানায় অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল। একসাথে বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। তবে আদেও বাজি না তার আড়ালে বোমা তৈরী হচ্ছিলো সেই নিয়ে সংশয় দেখা দিয়েছেন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই কারখানায় বোমা বাঁধার কাজ চলছিল বলেও দাবি অনেকের।

egra blast

এদিন বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “ওই এলাকা উড়িষ্যা বর্ডারের কাছাকাছি। কারখানার মালিককে এর আগেও ২০২২ সালে তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তবে কোর্ট থেকে ছাড়া পাওয়া যায়। বিস্ফোরণের পরই মালিক উড়িষ্যায় পালিয়েছে। তাকে ধরার ব্যবস্থা করা হচ্ছে।”

পাশাপাশি মমতা বলেন, “কারখানার মালিক বাংলাদেশ ও উড়িষ্যায় বাজি পাচার করে। আর বর্ডার পাহারা দেন কারা আপনারা তো জানেনই।এটা গভর্নমেন্ট করেনি। তৃণমূলও করেনি। দয়া করে রাজনীতি জড়াবেন না। পুলিশ পুলিশের কাজ করছে। ওটা বিজেপির পঞ্চায়েত। তৃণমূলকে ঢুকতে দেওয়া হয়নি। ”

এনআইএ তদন্ত হলে তার কোনো আপত্তি নেই বলেই এদিন বৈঠক থেকে স্পষ্ট জানান তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ২.৫ লক্ষ ও আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর