বাংলাহান্ট ডেস্কঃ বর্ষার (Rain) আগমন ঘটেছে বেশকিছুদিন হল, বদলেছে আবহাওয়ার (Weather office) ধরণও। প্রখর রোদের তেজ এখন এর কিছুদিন হল দেখা যাচ্ছে না। চলছে বর্ষার আমেজ। বৃষ্টিতে ভেজা শহর, আগের থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এরই মাঝে আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে সপ্তাহভোর চলবে এই বৃষ্টিপাত। সেই সঙ্গে জারী থাকবে বজ্রপাতও। বৃষ্টি হবে আজও।
বৃষ্টিতে ভাসছে রাজ্য
মৌসম ভবন জানিয়েছে, বাংলায় বর্ষা প্রবেশের সাথে সাথেই মিজোরাম, অসম, ত্রিপুরা ও মণিপুরের একাংশে ঢুকেছে। মধ্য-আরব সাগর, গোয়া, কোঙ্কন, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, রায়লসিমা, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্বের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। ফলে দক্ষিণের পাঁচ রাজ্য প্রবল বৃষ্টিতে ভাসার সম্ভাবনা রয়েছে।
শহরের তাপমাত্রা
সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে মেঘলা আকাশ বিরাজ করলেও, হালকা সূর্যের দেখা মিলছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আজ সর্বোচ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকেব ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শহরের আকশে সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বৃষ্টি শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরেই। জারী থাকবে সপ্তাহভোর। আজ রাজ্যের বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতসহ ঝড়ের সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
সপ্তাহভোর চলবে বৃষ্টি
ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বর্ষা চলবে সপ্তাহজুড়েই। কলকাতা সহ দুই বঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা দার্জিলিং,কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি এবং কোচবিহার, আলিপুরদুয়া,জলপাইগুড়ি এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশ দুই মেদিনীপুর, হুগলী, পুরুলিয়া, হাওড়া বাকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাকুড়ায় থাকবে বর্ষার আমেজ।