বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই রাজ্যের (West Bengal) মন্ত্রী-বিধায়কদের (Minister-MLA’s Salary Increment) জন্য বিরাট সুখবর। আগামী মাস অর্থাৎ মে মাসের শুরু থেকেই বর্ধিত হারে বেতন পাবেন মন্ত্রী-বিধায়করা। পাশাপাশি গত চার মাসের বকেয়া বর্ধিত বেতনও একই সাথে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে পয়লা মে সরকারি ছুটি থাকায় সেদিনই বর্ধিত বেতন পাবেন না তারা। সূত্রের খবর অনুযায়ী, পয়লা মে-র পর মাঝে আবার শনি-রবিবার পড়েছে, তাই একেবারে ৬ তারিখ সেই বেতন রাজ্যের সকল মন্ত্রী-বিধায়কদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
জানিয়ে রাখি, এক লাফে মন্ত্রী-বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। গত চার মাসের বকেয়া বর্ধিত বেতন সহ মে মাসের শুরুতেই বিরাট টাকা ঢুকতে চলেছে তাদের অ্যাকাউন্টে। যার পরিমাণ ২ লক্ষ টাকারও বেশি। উল্লেখ্য, বিধায়কদের বেতন দেবে বিধানসভা কর্তৃপক্ষ অন্যদিকে রাজ্যের মন্ত্রীদের বেতন দেবে রাজ্য সরকার।
প্রসঙ্গত, গত বছর ৭ সেপ্টেম্বর বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেন। একধাক্কায় সকলের বেতন ৪০০০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলে রাখা ভালো, বিগত মার্চ মাস পর্যন্ত রাজ্যের বিধায়কদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন বাবদ পেতেন। বর্তমানে তা বেড়ে হল ৫০ হাজার টাকা।
একই ভাবে রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। ৪০০০০ টাকা বৃদ্ধির পর এখন থেকে তারা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। রাজ্যে পূর্ণমন্ত্রীরা এতদিন বেতন বাবদ মাসিক ১১ হাজার টাকা পেতেন। আগামী মাস থেকে তারা পাবেন ৫১ হাজার টাকা।
আরও পড়ুন: যেতে পারে ৭০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি! নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাস থেকেই বর্ধিত বেতন দিতে উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। তবে বিল পাশ এবং অনুমোদন নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছিল নবান্ন এবং রাজভবনের মধ্যে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদন না পাওয়ায় এতদিন বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না। তবে এতদিনে রাজ্যপাল অনুমোদন দেওয়ায় মে মাস থেকেই মিলবে বর্ধিত হারে বেতন।