অনেক আগেই হয়ে যেত বলিউড ডেবিউ, এই নায়কের কারণে প্রস্তাব ফেরান কোয়েল

বাংলাহান্ট ডেস্ক : টলিউডের মিষ্টি অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম স্টারকিডও বটে। বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা তিনি। কিন্তু কেরিয়ার গড়ার জন্য বাবার ছত্রছায়ায় থাকতে হয়নি কোয়েলকে (Koel Mallick)। নিজের যোগ্যতায় এই ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। আর নিজের অভিনয় জীবনে বজায় রেখেছেন আদর্শ এবং আভিজাত্য।

বলিউডের প্রস্তাব ফেরান কোয়েল (Koel Mallick)

ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিছু আদর্শ মেনে চলেন কোয়েল (Koel Mallick)। তিনি অভিনেত্রী, আমজনতার আতশকাঁচের তলায় থাকতে হয় তাঁকে। কিন্তু কাজের ক্ষেত্রে কিছু শর্ত প্রথম থেকেই রেখেছেন কোয়েল (Koel Mallick)। এর জেরে বলিউডের বড় সুযোগকেও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ফিরিয়ে দিয়েছিলেন ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব।

আরো পড়ুন : ‘দজ্জাল-বদন বিগড়ে গিয়েছে’; দেবাংশু,কুণালকে যা বললেন অভিনেত্রী মৌসুমী; শিক্ষণীয় কিন্তু

কোন ছবির প্রস্তাব এসেছিল

বলিউডের প্রতি অভিনেতা অভিনেত্রীদের একটা সহজাত আকর্ষণ থাকে। বহু অভিনেতা অভিনেত্রীই টলিউড থেকে বলিউডে গিয়ে কাজ করেছেন। এমনি এক প্রস্তাব এসেছিল কোয়েলের (Koel Mallick) কাছেও। তখন তিনি সবেমাত্র শুরু করেছেন নিজের অভিনয় কেরিয়ার। সেই সময়ে তাঁর কাছে প্রস্তাব আসে ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয়ের। বিপরীতে ইমরান হাশমি।

আরো পড়ুন : সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!

কেন ফিরিয়েছিলেন কোয়েল

সে সময়ে বলিউডে ইমরানের আলাদাই খ্যাতি। ছকভাঙা ঘনিষ্ঠ দৃশ্যে বোল্ড অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি। তাঁর বিপরীতে অভিনয়ের সুযোগ এলে অন্য কোনো অভিনেত্রী হয়তো লুফে নিতেন, কিন্তু কোয়েল (Koel Mallick) সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করেন। কেন?

Koel Mallick

কোয়েল (Koel Mallick) স্পষ্ট জানিয়েছিলেন, তিনি যৌন দৃশ্যে কভিনমে সাবলীল বা ইচ্ছুক নন। এ বিষয়ে প্রথম থেকেই কড়া ছিলেন তিনি। কোয়েলের ফিরিয়ে দেওয়া সুযোগ লুফে নেন কঙ্গনা রানাওয়াত। এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক হয় তাঁর। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন কঙ্গনা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর