বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রেলপথকে (Indian Railways) আরও গতিশীল এবং উন্নত করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা। শুধু তাই নয়, ইতিমধ্যেই দেশে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো সেমি-হাই স্পিড ট্রেনের পরিষেবা। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে।
এই মুহূর্তে দেশের প্রায় প্রতিটি রাজ্যেই পরিষেবা প্রদান করছে এই ট্রেন। এদিকে, সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা গিয়েছে যে যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে বিমানের থেকেও বন্দে ভারতের ওপর বেশি ভরসা করেছেন। এমতাবস্থায়, বন্দে ভারতের প্রসঙ্গে অদূর ভবিষ্যতে আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের পথে উদ্যোগী হয়েছে রেল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর থেকেই রেলের তরফে দাবি করা হয়েছিল যে, এই ট্রেন প্রতি ঘন্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটবে।
তবে, এবার এই সংক্রান্ত এমন একটি তথ্য সামনে এসেছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, বন্দে ভারত এক্সপ্রেস আমাদের দেশে পরিকল্পনামাফিক গতিতে চলতে পারছে না। শুধু তাই নয়, এই ট্রেনের গড় গতিবেগ কমে গিয়েছে প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার। আর এই বিষয়টি সামনে আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেলকে। পাশাপাশি, বন্দে ভারতের গড় গতিবেগ কমে যাওয়ার বিষয়টিতে হতাশ হচ্ছেন যাত্রীরাও ।
আরও পড়ুন: একলাফে ৩ গুণ সস্তা হচ্ছে টিকিট! ১ জুলাই থেকেই ভাড়া কমছে ৫৬৩ লোকাল ট্রেনের
জানিয়ে রাখি, বন্দে ভারতের গতির প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে চেয়ে মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌর নামের এক ব্যক্তি কিছুদিন আগেই RTI মামলা করেছিলেন। যেটির পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রকের তরফে তথ্য উপস্থাপিত করা হয়। আর সেখানেই জানানো হয় যে, বিগত ৩ বছরে বন্ধে ভারতের গড় গতিবেগ প্রতি ঘন্টায় কমে গিয়েছে ৮ কিলোমিটার। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, ২০২০-২১ সালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৮৪.৪৮ কিলোমিটার। তবে, ২০২২-২৩ সালে এই গড় গতিবেগ কমে দাঁড়ায় ৮১.৩৮ কিলোমিটারে।
আরও পড়ুন: জোরদার টক্কর! মুখ্যমন্ত্রীর বিধানসভাতেই বিরাট উত্থান বিজেপির, পরিসংখ্যান বাড়াচ্ছে তৃণমূলের চিন্তা
কি জানাচ্ছে রেল: এদিকে, ২০২৩-২৪ সালে এই গড় গতিবেগ কমে হয়েছে প্রতি ঘন্টায় ৭৬.২৫ কিমি। এমতাবস্থায়, বন্দে ভারতের গতি কমে যাওয়ার বিষয়ে রেলের আধিকারিকরা দাবি করেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে রেল সংক্রান্ত উন্নয়নমূলক কাজ এখন চলছে। আর সেই সব কারণেই বন্দে ভারত সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলিকেও কম গতিতে চলতে হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে যে, বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক বা প্রতিকূল আবহাওয়ার কারণে গতির সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাই, সামগ্রিকভাবে দ্রুততার সাথে ট্রেন চালানোর বিষয়টি প্রভাবিত হচ্ছে।