Bangla Hunt এর খবরের জেরে সুভাষ বসু, হিন্দু ধর্ম আর লকেট চ্যাটার্জীকে নিয়ে কুরুচিকর পোস্ট করা যুবক গ্রেফতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নেতাজী সুভাষ চন্দ্র বসু (Subhas Chandra Bose), হিন্দু ধর্ম, ভারতীয় সেনা (Indian Army) এবং বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জীর (Locket Chatterjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা রোজিবুল মোল্লা। ওই যুবকের এহেন বিতর্কিত পোস্ট সংবাদ মাধ্যমে সবার প্রথম তুলে ধরেছিলাম আমরা (Bangla Hunt)। এরপর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে অপরাধী যুবকের কড়া শাস্তির দাবি করা হয়।

আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসার পর ভারতীয় জনতা পার্টির সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ তৎপরতা দেখিয়ে রোজিবুলের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য পুলিশের কাছে অভিযোগ জমা করেন। এছাড়াও হিন্দু সংহতির পক্ষ থেকে রোজিবুল মোল্লার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য এবং হিন্দু সংহতির কার্যকরতা টোটন ওঝা রোজিবুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন।

এরপরই তৎপর হয় পুলিশ। আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর এলাকা থেকে অভিযুক্ত রোজিবুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য পুলিশের এই ভূমিকার প্রশংসা করেন এবং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে জানান যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

https://www.facebook.com/debtanu.bhattacharya.58/posts/2705856499736424

আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রোজিবুল মোল্লার বিতর্কিত পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। সর্বপ্রথমে রোজিবুল ভারতীয় সেনাকে অপমান করে পোস্ট করে বলেছিল যে, ‘পাকিস্তান যখন ভারতীয় সেনাকে হত্যা করে তখন আমার মন খুশিতে ভরে যায়।”

https://twitter.com/BanglaHunt/status/1270216938220707846

এখানেই থেমে থাকেনি অভিযুক্ত। এরপর আরেকটি পোস্টে সুভাষ চন্দ্র বসুকে চরম অপমান করে ওই যুবক। এখানেই শেষ না। হিন্দু ধর্ম, হিন্দু দেব-দেবীকে নিয়েও একের পর এক বিতর্কিত পোস্ট করে রোজিবুল মোল্লা। আর সেই পোস্ট গুলোর জেরেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে।

আরও পড়ুনঃ সাংসদ লকেট চ্যাটার্জিকে গ্যং রেপ করার ইচ্ছে, বিতর্কিত পোস্ট যুবকের!

আরেকটি পোস্টে বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জীকে গণধর্ষণ করার ইচ্ছেও প্রকাশ করে ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় এরকম একের পর এক বিতর্কিত পোস্টের কারণে হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। আর এর জেরে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। অবশেষে গ্রেফতার হল রোজিবুল মোল্লা।

সম্পর্কিত খবর

X