বাংলাহান্ট ডেস্ক: একটা ঠাণ্ডা লড়াই চলছে বলিউড (Bollywood) ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির (South Film Industry) মধ্যে। গত এক বছর ধরেই একের পর এক তেলুগু, কন্নড় ভাষার ছবি কোটি কোটি টাকার ব্যবসা করছে বক্স অফিসে। যে ছবিগুলি আগে মূলত দক্ষিণের রাজ্যগুলির দর্শকদের মধ্যেই জনপ্রিয় হত, সেসব ছবিগুলির দর্শক আজ গোটা বিশ্ব। সিনেপ্রেমীরা কার্যত দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলিউডের পক্ষে। আরেকদলের দাবি, দক্ষিণের বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে হিন্দি ইন্ডাস্ট্রি।
সত্যিই কি তাই? একথা স্বীকার করতে দ্বিধা নেই যে, ‘বাহুবলী’র পর ‘পুষ্পা’, ‘আর আর আর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ব্লকবাস্টার হিট হয়েছে। সেখানে ৩০০-৪০০ কোটি তুলতে কালঘাম ছুটে যাচ্ছে বলিউডের। গত এক বছরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছাড়া এমন কোনো হিন্দি ছবি নেই যেটা দক্ষিণী ছবিগুলির সামনে মাথা তুলে দাঁড়াতে পেরেছে।
বলিউডের বিপর্যয় কি আসন্ন? এ বিষয়ে কী বলছেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgan)। তিনি নিজে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’তে যেমন অভিনয় করেছেন, তেমনি ব্লকবাস্টার হিট ‘আর আর আর’এও অভিনয় করেছেন। অভিনেতার কথায়, “এর আগে হলিউড নিয়েও এই একই কথা বলা হয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। এই ধরনের কথাগুলো বলা হবেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে বলিউড ভাল করতেই থাকবে।”
অজয় আরো বলেন, “সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, উত্তর বা দক্ষিণ কিংবা কোনো অঞ্চল হিসাবে আমাদের ছবির ভেদাভেদ করা বন্ধ হওয়া উচিত। সব ছবিকেই ভারতীয় সিনেমা হিসাবে দেখা উচিত।”
প্রসঙ্গত, আগামীতে ‘রানওয়ে ৩৪’ ছবিতে দেখা যাবে অজয়কে। অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনাও করছেন তিনি। অজয় ছাড়া ছবিটিতে রয়েছেন অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, অঙ্গীরা ধর, বোমান ইরানি ও আকাঙ্খা সিং। আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘রানওয়ে ৩৪’।