বাংলাহান্ট ডেস্ক : মাত্র ৫৫ মিনিটেই দিল্লি থেকে মিরাট! তাও আবার ট্রেনে (Indian Railways)। অবিশ্বাস্য হলেও সত্যি। সৌজন্য র্যাপিড রেল। ভারতে প্রথম র্যাপিড রেল পরিষেবা শুরু হচ্ছে দিল্লির সরাই কালে খান থেকে উত্তরপ্রদেশের মিরাট পর্যন্ত। আপাতত শুরু হচ্ছে পরীক্ষামূলক যাত্রা। সফল হলে তারপরই সরকারি ভাবে এই পরিষেবা যাত্রীসাধারণের জন্য শুরু করা হবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় রেল মন্ত্রক
এই র্যাপিড রেল পরিষেবা শুরু হলেই অনেকটা কমে যাবে গাজিয়াবাদ থেকে মিরাটের দূরত্ব। মাত্র ৫৫ মিনিটেই দিল্লির এক প্রান্ত থেকে উত্তরপ্রদেশের অন্য প্রান্তে পৌঁছে যাবেন যাত্রীরা। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি দায়িত্ব নিয়েছে এই রেল পরিষেবাকে বাস্তবায়িত করার। বহুজাতিক সংস্থা অলস্টম গুজরাটের সাভলিতে তৈরি করছে এই বিশেষ ট্রেন। পরীক্ষামূলক ভাবে দিল্লির সরাই কালে খান থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। গাজিয়াবাদ হয়ে তা পৌঁছে যাবে মেরঠ পর্যন্ত।
জানা যাচ্ছে, র্যাপিড রেল ট্রানজিট সিস্টেম বা আরআরটিএস-এর আওতায় মোট দু’ধরনের ট্রেন চলবে। প্রথমটি হলো র্যাপিড রেল। এই পরিষেবা চলবে মিরাটের মোদীপুরম স্টেশন থেকে বেগমপুর প্রতাপপুর হয়ে সরাই কালে খান পর্যন্ত। অপরটি হলো মিরাট মেট্রো পরিষেবা। মোদীপুর থেকে বেগমপুর হয়ে দিল্লির প্রতাপপুর পর্যন্ত চলবে এই ট্রেন।
এনসিআরটিসি সূত্র মারফত জানা যাচ্ছে, র্যাপিড রেল পরিষেবার অধীনে ট্রেন চলবে মোট ৩০টি। প্রতি ১০ মিনিট অন্তরই এই ট্রেন পরিষেবা পাওয়া যাবে। এই ট্রেনের গতি থাকবে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। দুরন্ত গতির এই ট্রেনের দিল্লি থেকে মিরাট পর্যন্ত পৌঁছতে সময় লাগবে ১ ঘন্টারও কম। পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতেই চলবে এই ট্রেন। শুধু তাই নয়, জানা যাচ্ছে, ট্রেনের নিরাপত্তার বিষয়টিও স্বয়ংক্রিয় পদ্ধতিতেই দেখভাল করা হবে।
জানা যাচ্ছে, দিল্লি থেকে মিরাটে পর্যন্ত এই র্যাপিড রেল এর যাত্রাপথে থাকবে ২৫টি স্টেশন। প্রতি স্টেশনে ৫-১০ মিনিট অন্তরই পাওয়া যাবে এই ট্রেন। প্রতিটি স্টেশনে এটি থামবে ৩০ সেকেন্ডের জন্য। রেলমন্ত্রক জানাচ্ছে পরীক্ষামূলক ভাবে যাত্রা শুরু হলেও যাত্রী পরিবহন শুরু হবে ২০২৩ সালে।