বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ম্যাচের বয়স তখন ৫৭ মিনিট। প্রথমার্ধে বেশ নিশ্চিন্ত মনে সমর্থকরা খেলা দেখেছেন। মোহনবাগান (Mohun Bagan) ২ গোলে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে রেখেছে। কিন্তু ৫৫ মিনিটে রাফায়েলের গোলে ম্যাচে প্রত্যাবর্তন করার একটা উপায় তৈরি করেছে চেন্নাইয়িন। আতঙ্কিত হওয়ার মতো কারণ না হলেও কিছুটা যেন চিন্তিত মোহনবাগান সমর্থকরা। আর ঠিক সেই মুহূর্তেই লিও মেসির (Lionel Messi) ভঙ্গিতে সাহাল আব্দুল সামাদের (Sahal Abdul Samad) ম্যাজিক।
ম্যাচের ওই সময় তিনি বক্সের কিছুটা বাইরে বল ধরলেন। অভাবনীয় কায়দায় ২ ডিফেন্ডারকে কাটিয়ে কিছুটা এগিয়ে এলেন। পায়ের কাজে মাটিতে ফেলে দিলেন প্রতিপক্ষের আর এক ফুটবলারকে। তারপর ডিফেন্স চেঁড়া একটা পাস বার করলেন আনমার্কড মনবীর সিংয়ের উদ্দেশ্যে। অ্যাওয়ে ম্যাচে ১-৩ ফলে এগিয়ে গেল মোহনবাগান। লিগে টানা তৃতীয় জয় পেল সবুজ মেরুণ শিবির।
Can someone give Man of the Match Award to Sahal Abdul Samad.
Can’t get over this brilliant technique by Sahal.
Baller , Baller , Baller ⚽️
15 secs of Magic 🪄#CFCMBSG pic.twitter.com/674l3x8cyv— Amit Bakshi (@amit_bakshi33) October 7, 2023
চলতি মরশুমে একেবারেই ভালো অবস্থায় নেই চেন্নাইয়িন। গোয়া, ওড়িশা এবং নর্থইস্টের কাছে হেরে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজ মাঠে নেমেছিল তারা। তাদের বিরুদ্ধে জয় পেতে যে খুব একটা অসুবিধা হবে না এই ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন সমর্থকরা। প্রত্যাশামতোই প্রথমার্ধেই পেট্রাটোস ও কামিংসের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান।
কিন্তু দ্বিতীয়ার্ধে সাহাল যা করলেন তা মোহনবাগান ভক্তদের মনে থেকে যাবে চিরদিন। এরকমভাবে লা লিগায় বা আর্জেন্টিনার জার্সিতে একাধিকবার মেসিকে অ্যাসিস্ট করতে দেখা গিয়েছে। মেসি যেমন জন্মগতভাবেই বাকি ফুটবলারদের চেয়ে কিছুটা বেশি প্রতিভাবান, তেমনটা সাহালের ক্ষেত্রে বলা যাবে না। কিন্তু ন্যাচারাল ট্যালেন্টের দিক দিয়ে ভারতের বাকি ফুটবলারদের চেয়ে তিনি কিছুটা এগিয়ে এটা অনেকেই স্বীকার করবেন।
আরও পড়ুন: এশিয়ান গেমসে ভারতের ঐতিহাসিক যাত্রা! চীনের মাটিতে সব রেকর্ড ভেঙে ইতিহাস নীরজ, পালকদের
আজকের ম্যাচে তিনি গোল না পেলেও দুটো গোল করিয়েছেন। পয়সা খরচ করে কেরালা ব্লাস্টার্স থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসাটা সার্থক হয়েছে বলেই মনে করা হচ্ছে। একাধিক তারকা দলে থাকার পর যে প্রত্যাশা থাকে দলের ওপর, সেটা আপাতত প্রতিদিনই পূরণ করে চলেছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি ম্যাচ বাদে আর কোনও ম্যাচে তাদেরকে অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। লিগের ডার্বি পিছিয়ে গেলে সম্ভবত পরের মাসের প্রথম দিনে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে সবুজ মেরুন শিবিরকে। তার আগে লিগ টেবিলের শীর্ষস্থানে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে জুয়ান ফেরান্দোর ছেলেরা।