বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) অসাধারণ জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথমে বিরাট কোহলির শতরান এবং তারপর রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ফাইফারে ভর করে ২৪৩ রানের ব্যবধানে প্রতিপক্ষকে উড়িয়ে বেশ স্বস্তিতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।
কাল খেলা দেখা অনেক ভক্তই মনে করেন বিরাট কোহলির বদলে এই পুরস্কারটি পেতে পারছেন রবীন্দ্র জাদেজা। তিনি যে শুধু বল হাতেই দুর্দান্ত বোলিং করেছেন এমন নয়। ব্যাট হাতে নিচের দিকে নেমে বিরাট কোহলি যখন নিজের শতরান পূরণের জন্য ধীরগতিতে ব্যাটিং করছেন তখন আগ্রাসী ব্যাটিং করে দলকে ৩০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করেছেন তিনি।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে যাদের সমালোচনা হচ্ছিল। বল হাতে ভালো ছন্দে থাকলেও তার ব্যাটিংটা বিশ্বকাপের আগের কয়েক মাসে খুব একটা নজর কাড়ছিল না। কিন্তু প্রথমে নিউজিল্যান্ড ম্যাচ এবং তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচে তিনি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছেন দলে।
আরও পড়ুন: জানতাম বৃষ্টি জেতাবে! ৪০১ রান বিলিয়েও ফখরের ব্যাটের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে মন্তব্য বাবরের
আর কাল একটি অবিশ্বাস্য কীর্তিও গড়েছেন জাদেজা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় স্পিনার হিসেবে কাল তিনি বিশ্বকাপের মঞ্চে পেয়েছেন পাঁচ উইকেট। এর আগে এই কাজটা শুধুমাত্র করেছিলেন যুবরাজ সিং। কিন্তু যুবরাজ সিং ২০১১ ওডিআই বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। জাদেজার কালকের বোলিং পারফরম্যান্সটা তার চেয়ে অনেক বেশি প্রশংসনীয়।
আরও পড়ুন: পাকিস্তানকে লজ্জার হাত থেকে বাঁচালেন কোহলি! বিশ্বকাপে এমন অদ্ভুত কান্ড হয়েছে মাত্র ৩ টি ম্যাচে
ভারতীয় দলের টপ অর্ডার নকআউটেও সমান ধারাবাহিক থাকবে এমনটা আশা করে নেওয়াটা উচিত নয়। অস্ট্রেলিয়া বা পাকিস্তান বা নিউজিল্যান্ডের বোলিং দ্বিতীয়বার ভারতের বিরুদ্ধে বোলিং করার সুযোগ পেলে কোহলি, রোহিতদের অস্বস্তিতে ফেলতেই পারেন। কিন্তু লোয়ার অর্ডারে জাদেজার ছন্দে ফেলাটা এই জন্যই সুখবর। তিনি ব্যাঠাতে ছন্দে থাকলে অপরের দিকে শুভ মন গেলে রোহিত শর্মারা মন খুলে আক্রমণ করতে পারবেন প্রতিপক্ষের বোলিং।