একি কাণ্ড! চলন্ত বাইকে সাপের মতো প্রেমিককে জড়িয়ে কী করছে তরুণী? ভিডিও ভাইরাল হতেই ছি ছিক্কার নেটপাড়ায়

Published on:

Published on:

Viral Video shows couple hugging each other's on a moving bike in Hyderabad

বাংলা হান্ট ডেস্ক: প্রকাশ্যে ঘনিষ্ঠ হওয়া নিয়ে বিতর্ক উঠেছে বহুবার। এমনকি এই বিতর্কে ভারতবর্ষ বেশিরভাগ সময়ই করা প্রতিক্রিয়ার জন্য দিয়েছে। তবে আবারও, প্রকাশ্যে ঘনিষ্ট হওয়ার ভিডিও ভাইরাল(Viral Video) সমাজ মাধ্যমে। এই ভিডিওটি সম্প্রতি নেট মাধ্যমে শোরগোল ফেলার সাথে সাথে বিতর্কে আরও একবার উস্কে দিয়েছে। এমনকি এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

চলন্ত বাইকে আদরের মত যুগল, ভাইরাল ভিডিও (Viral Video)

ভিডিওটিতে দেখা গিয়েছে, চলন্ত বাইকে আদরের মত যুগল। পাশ দিয়ে যাচ্ছে একের পর এক লরি। সেই পরোয়া নেই ওই যুগলের। ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের ব্যস্ত আরামঘর উড়ালপুলে ক্যামেরা বন্দি করা হয়েছে এই যুগলকে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিওটি ভাইরাল। পাশাপাশি এই ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে উড়ালপুলের উপর দিয়ে বাইক চালাচ্ছেন এক যুবক। আর বাইকের একদম সামনের অংশে উল্টো হয়ে বসে রয়েছেন তার প্রেমিকা। দু’জনেই বসে মুখোমুখি। নেই কারও মাথাতেই হেলমেট। এমনকি যুবকের গলা জড়িয়ে বসে রয়েছেন তরুণী। চলন্ত গাড়িতেই চলছে আদর। একটি গাড়ি থেকে ওই যুগলকে ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Viral Video shows couple hugging each other's on a moving bike in Hyderabad

আরও পড়ুন: শতাব্দী এক্সপ্রেসে এল বিরাট বদল; ট্রেনে এসি সিটের সীমা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের

অভিষেক কুমার নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। পাশাপাশি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করছেন। এছাড়াও অনেকে ওই যুগলের বিরুদ্ধে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। যুগলের আচরণকে ‘অশালীন’ তকমা দিয়েছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন লিখেছেন, অশালীন! নিজেরাও বিপদে পড়বে, অন্যদেরও বিপদে ফেলবে। এদের উচিত শিক্ষা দেওয়া উচিত। আরও এক নেটিজেন লিখেছেন সব প্রেম-আদর বেরিয়ে যাবে পুলিশের নজরে পড়লে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ওই যুগলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।