বাংলা হান্ট ডেস্ক: সুরাপ্রমীদের জন্য ফের সুখবর। উৎসবের মরশুমের আগেই আবার কিছুটা কমতে চলেছে বিলিতি মদের দাম (Alcholo)। বর্তমানের তুলনায় খানিকটা কম হতে চলছে বিয়ারের মূল্যও। মোদির ব্রিটেন সফরের মাঝেই কমতে চলেছে বিলিতি মদের দাম (Alcholo)।
সুরাপ্রেমীদের জন্য সুখবর! হাফ দামে মিলবে বিদেশি মদ (Alcholo)
ভারত ও ব্রিটেনের মধ্যে হল এক ঐতিহাসিক চুক্তি। যার ফলে ভারতে কমতে চলেছে বিলিতি মদের দাম (Alcholo)। সেখানে দুই দেশের মধ্যে ৩৪ বিলিয়ন ব্যবসায় চুক্তি হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লন্ডন সফরে রয়েছেন। সেখানেই এই চুক্তির সই করা হয়। এই সফরের মাঝেই বিলেতি মদের শুল্ক একধাক্কায় ৭৫ শতাংশ কমিয়ে দেওয়া হল।
সূত্রের খবর, বিগত ১০বছরের মধ্যে এটি ভারত ও ব্রিটেনের মধ্যে একটি বড় চুক্তি। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে আর্থিক উন্নতির এটি বড় দিক বলে মনে করা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রী এই চুক্তি নিয়ে আশাবাদী। তার মতে এটি দুই দেশের বন্ধনকে আরও গভীর করবে। এছাড়াও, এই চুক্তির ফলে কৃষি থেকে শুরু করে ছোট ব্যবসায়িক সকলে লাভবান হবে।
আরও পড়ুন: মেদ কমাতে রোজ লেবু জল খাচ্ছেন! এই পাণীয় সকলের জন্য কি উপকারী? পুষ্টিবিদদের টিপস
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনীতি অনেকটা মজবুত হবে। পাশাপাশি ব্রিটেন থেকে ভারতে আসবে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, গাড়ির যন্ত্র, গাড়ি, মদ, চকলেট ও মেকাপের সরঞ্জাম। এগুলি সবই ভারতে পাওয়া যাবে ১৫ থেকে ৩% কম দামে।
প্রসঙ্গত এই চুক্তি হওয়ার পর, বাজার বিশেষজ্ঞদের দাবি বিলেতি মদের ক্ষেত্রে শেলফ প্রাইজের মাত্রা ১০ থেকে ১৫% আমদানি শুল্কের ওপর নির্ভর করে। বাকি দাম নির্ভর করে রাজ্যের শুল্ক উৎপাদন ডিস্ট্রিবিউশন ও মার্কেটিংয়ের উপরে। বলতো এই চুক্তি মেনে আমদানি শুল্ক যতটা কমানোই হোক চূড়ান্ত দামে তা বোতলপ্রতি ১০০ থেকে ৩০০ টাকার বেশি হবে না বলেই মনে করা হচ্ছে।