মেট্রোয় বিমানবন্দরে যেতে চাইলে লাগেজের ওজনসীমা কত? জেনে নিন বিস্তারিত

Published on:

Published on:

Kolkata Metro what is the luggage weight limit if you want to go to the airport by metro

বাংলা হান্ট ডেস্ক: মেট্রো করে যারা যাতায়াত করেন, তারা সাধারণত খুব বেশি ভারী লাগেজ বহন করে না (Kolkata Metro)। তবে গত শুক্রবার উদ্বোপ্রসঙ্গতধন হয়েছে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো রুট। এই রুটের মেট্রো চালু হবার পর থেকে অনেকের মনে প্রশ্ন উঠেছে, মেট্রোয় লাগেজ রাখার জন্য কি আলাদা ব্যবস্থা করা হবে? এবার সেই বিষয়েই জানালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। তো জেনে নিন, এবার মেট্রয় করে এয়ারপোর্ট যেতে গেলে ঠিক সর্বোচ্চ কত কেজি লাগেজ বইতে পারবেন আপনি ‌

বিমানবন্দরগামী মেট্রোয় লাগেজ ওজনসীমা মানা বাধ্যতামূলক (Kolkata Metro)

১৯৮৪ অনুযায়ী কলকাতা মেট্রো লাগেজ রুটে একজন যাত্রী মেট্রোপথে সর্বোচ্চ ১০ কেজি লাগেজ সঙ্গে রাখতে পারেন (Kolkata Metro)। নতুন তিনটি রুটের ক্ষেত্রে সেই নিয়ম রয়েছে। সুতরাং এই মেট্রো রুটে একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি মালপত্র বইতে পারবেন। আবার বিমানের প্রতি যাত্রী ১৫ কেজি লাগেজ ও হ্যান্ডব্যাগে সর্বোচ্চ ৭ কেজি পর্যন্ত জিনিসপত্র নিতে পারবেন। এর থেকে যদি বাড়তি মালপত্র হয় সেই সময় আপনাকে দিতে হবে চার্জ।

Kolkata Metro what is the luggage weight limit if you want to go to the airport by metro

 

সোমবার থেকে যাত্রী পরিষেবা (Passenger Service) শুরু হয়েছে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো (Metro) রুটের। তবে এবার এই মেট্রো পরিষেবায় বিমানবন্দরে যেতে গেলে যাত্রীদের নির্দিষ্ট পরিমাণে লাগেজ বহন করতে হবে। কারণ, বিমান যাত্রীদের সাধারণত স্যুটকেস বা কোন ভারি লাগেজই থাকে। ফ্লাইটে যারা যাতায়াত করেন, তাদের সঙ্গে কেবিনে লাগেজো চেকড লাগেজ , দুই-ই থাকে। ফলে ব্যস্ত সময় মেট্রোয় যাতাযাত কিছুটা চাপের হয়ে দাঁড়ায়।

যদিও এই বিষয়ে, মেট্রোরেলের তরফ থেকে জানানো হয়েছে আর্ট ব্রেকের গাড়িতে আলাদা করে লাগেজ রাখার ব্যবস্থা নিয়ে এখনই মেট্রো কর্তৃপক্ষ আলাদাভাবে কোন ভাবনা চিন্তা নেয়নি। তবে ভবিষ্যতে এই বিষয়ে কোন বিধি-নিষেধ আনা হবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি, মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।