খান পরিবারে বিদেশিনী বৌমা! এই সুন্দরীর সঙ্গেই প্রেম করছেন আরিয়ান?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মুক্তি পেয়েছে আরিয়ান খানের (Aryan Khan) পরিচালনায় ‘দ্য ব্যাড… ফ বলিউড’। পরিচালক হিসেবে ডেবিউতে একেবারে চাঁদের হাট বসিয়ে দিয়েছেন শাহরুখ পুত্র। প্রিমিয়ার উপলক্ষেও নেমেছিল তারকাদের ঢল। পুরো খান পরিবার তো উপস্থিত ছিলই, সঙ্গে দেখা গেল রণবীর কাপুর, আলিয়া ভাট, কাজল, অজয় দেবগণ, তামান্না ভাটিয়ার মতো তারকারা। তবে নজর কেড়ে নিলেন একজন বিশেষ ব্যক্তি।

ফের চর্চায় আরিয়ানের (Aryan Khan) প্রেম জীবন

তিনি লারিসা বোনেসি। ব্রাজিলিয়ান মডেল থেকে বলিউড ছবিতে কাজ শুরু করেছেন তিনি। তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি আরিয়ানের (Aryan Khan) বান্ধবী। সুন্দরীকে নিয়ে আগে থেকেই ইন্ডাস্ট্রিতে চর্চার শেষ নেই। জানা গিয়েছে, আরিয়ানের (Aryan Khan) আমন্ত্রণেই এদিন সিরিজের প্রিমিয়ারে এসেছিলেন তিনি। সেই সঙ্গে আবারও তুঙ্গে উঠল দুজনের প্রেম চর্চা।

Aryan khan rumoured gf Larissa Bonesi attended the premiere

প্রিমিয়ারে নজর কাড়েন লারিসা: এদিন কালো গাউনে ধরা দেন লারিসা। পাপারাৎজির সামনে হাসিমুখে পোজও দেন। তারপরেই সটান ঢুকে যান ভেনুর মধ্যে। আরিয়ানের (Aryan Khan) সঙ্গে তাঁকে দেখা না গেলেও বলিউডের অন্দরে কানাঘুষো কম নেই দুজনকে ঘিরে। আর লারিসার এদিনের উপস্থিতি আরও উসকে দেয় জল্পনা।

আরও পড়ুন : ‘কন্যাং দেহি অর্ধশিক্ষিতের মতো কথা’, মেয়েদের পূর্বপুরুষকে জল দেওয়ার রীতিতে বিশ্বাসী নন সুদীপা!

কবে থেকে শুরু প্রেমের গুঞ্জন: উল্লেখ্য, একটি কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল আরিয়ান (Aryan Khan) এবং লারিসাকে। তখন থেকেই গুঞ্জনের সূত্রপাত। এর আগে ‘দ্য ব্যাড… অফ বলিউড’এর প্রথম ঝলকও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন ব্রাজিলিয়ান সুন্দরী। পরে আরিয়ান (Aryan Khan) তা আবারও শেয়ার করেন।

আরও পড়ুন : বাজেটের দ্বিগুণ টাকায় বিক্রি ছবির স্বত্ব! এবার OTT-তে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানান গুঞ্জন রয়েছে বলিউডে। মাঝে অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে তা ভেস্তে যায়। উল্লেখ্য, এই সম্পর্কের বিষয়েও অবশ্য আরিয়ান বা লারিসা কেউ প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাঁদের নিয়ে চর্চা অব্যাহত।