বাংলাহান্ট ডেস্ক : গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সঙ্গীত জগতে। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। শুক্রবারই পারফর্ম করার কথা ছিল গায়কের। কিন্তু তার আগেই ঘটে গেল চরম অঘটন। স্কুবা ডাইভিং করতে গিয়েই বেঘোরে প্রাণ হারালেন বছর ৫২-র২-র জুবিন (Zubeen Garg)। কিন্তু কী করে ঘটল এমন দুর্ঘটনা?
জুবিনের (Zubeen Garg) মৃত্যু নিয়ে তোলপাড় ইন্ডাস্ট্রি
জুবিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর অসুস্থতা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। একাধিক বার তাঁর অসুস্থতার খবর সামনে এসেছে। তিন বছর আগে অসমের ডিব্রুগড়ের এক রিসর্টে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন জুবিন (Zubeen Garg)। প্রথমে তাঁকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে আবার এয়ার অ্যাম্বুলেন্সে করে গুয়াহাটির হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুবিনকে (Zubeen Garg)। তখনও হাসপাতালে গিয়ে জুবিনের সঙ্গে দেখা করে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
কী হয়েছিল গায়কের: গায়কের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এমআরআই রিপোর্টে উদ্বেগজনক কিছু পাওয়া না গেলেও চিকিৎসকরা জানিয়েছিলেন, মৃগী রোগের কারণেই বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন জুবিন (Zubeen Garg)। জানা গিয়েছে, এবার স্কুবা ডাইভিং করতে গিয়েইও মাথায় চোট পান তিনি।
আরও পড়ুন : কাঞ্চনের স্বর্গীয় মাকে টেনে অশ্লীল মন্তব্য, ‘সামনে এসে বলুক, দেখি কত বড় বুকের পাটা’, গর্জে উঠলেন শ্রীময়ী
হাসপাতালে গিয়েও হয়নি শেষরক্ষা: সিঙ্গাপুর পুলিশই তাঁকে উদ্ধার করে সমুদ্র থেকে। দ্রুত তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশেষ পর্যবেক্ষণে রেখে তাঁর চিকিৎসাও করা হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।
আরও পড়ুন : বাজারে ইলিশের ছড়াছড়ি, ডায়মন্ড হারবার-গুজরাট থেকে বাংলাদেশের রুপোলি শষ্য, কোনটার কেমন দাম?
এই ঘটনায় স্তম্ভিত জুবিনের (Zubeen Garg) সহকর্মী থেকে ভক্তরাও। তাঁর মৃত্যু একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। মৃগী থাকা সত্ত্বেও কেন তাঁকে স্কুবা ডাইভিং এর অনুমতি দেওয়া হল? বলিউড, টলিউডের একাধিক তারকা এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোকপ্রকাশ করে বলেন, ‘অসমের বড় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই শূন্যস্থান পূরণ করা অসম্ভব’।