স্ত্রীর গর্ভাবস্থায় অন্য মহিলার সঙ্গে পরকীয়া! ‘ঠিক করে খেতেও পাইনি’, কুমার শানুর বিষ্ফোরক পত্নি রীতা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক বিতর্কে জড়াচ্ছেন সঙ্গীতশিল্পী কুমার শানু (Kumar Sanu)। কিছুদিন আগেই খ্যাতনামা গায়কের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন কুনিকা সদানন্দ। এবার বোমা ফাটালেন শানুর (Kumar Sanu) প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। বিষ্ফোরক অভিযোগ এনে দাবি করলেন কীভাবে তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থায় অত্যাচার করা হয়েছিল।

কুমার শানুর (Kumar Sanu) বিরুদ্ধে বিষ্ফোরক প্রাক্তন স্ত্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে শানুর (Kumar Sanu) বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন প্রাক্তন স্ত্রী রীতা। তিনি জানান, তাঁর তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার পর চরম দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অত্যাচারও করা হত তাঁর উপরে। ‘আশিকি’র আকাশছোঁয়া সাফল্যের পর প্রতিপত্তি বাড়তেই নাকি হঠাৎ আচরণ বদলে যায় কুমার শানুর (Kumar Sanu)।

Kumar Sanu wife brought big allegations against the singer

কী অভিযোগ রীতার: তাঁর প্রাক্তন স্ত্রী অভিযোগ করেন, অন্তঃসত্ত্বা অবস্থায় পার্লারে যাওয়ার অনুমতি ছিল না তাঁর। তিনি বলেন, তাঁর অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল কুমার শানুর (Kumar Sanu)। তা এতদিনে প্রকাশ্যে এসেছে। অথচ সে সময়ে তাঁকে আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। ওই অল্প বয়সে তাঁর পায়ের তলার থেকে মাটি সরে গিয়েছিল তাঁর।

আরও পড়ুন : ভোর থেকেই শুরু হয়ে যায় বেচাকেনা, সেরা মানের চওড়া পেটির পদ্মার ইলিশের জন্য এই বাজারগুলিই হোক গন্তব্য

খেতেও পেতেন না ঠিক করে: রীতা আরও অভিযোগ করেন, গর্ভাবস্থায় তাঁর সাজগোজ করা, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার অনুমতি ছিল না। এমনকি ঠিকমতো খেতেও নাকি পেতেন না তিনি। কুমার শানুর (Kumar Sanu) প্রাক্তন স্ত্রী বলেন, ‘ওরা যখন বাইরে বেরোত তখন রান্নাঘরে তালা দিয়ে যেত’। নিজে একটু চাল কিনে রেখেছিলেন তিনি। তা নিয়ে জা এর ঘরে গিয়ে তা দিয়ে ভাত বানিয়ে খেতেন তিনি।

আরও পড়ুন : NCB অফিসারকে খোঁচা, বলিউডের অন্দরমহল নিয়ে সিরিজ বানিয়ে বিপাকে আরিয়ান, দায়ের FIR

কুমার শানু এবং রীতার তৃতীয় সন্তান জান কুমার শানু। সন্তানের জন্য খাবার কেনার ক্ষেত্রেও নাকি নিষেধাজ্ঞা ছিল তাঁর উপরে। উল্লেখ্য, ১৯৮৪ সালে বিয়ে হয় তাঁদের। ১০ বছর পর ১৯৯৪ তে আলাদা হয়ে যান দুজনে।