‘আর না প্লিজ’, মেয়ের এক বছর হতেই অন্য নায়িকার পাশে কাঞ্চন! বিষ্ফোরক প্রতিক্রিয়া শ্রীময়ীর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ার সবথেকে চর্চিত জুটি কারা? অনেকেই এক কথায় উত্তর দেবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ইতিবাচক হোক বা নেতিবাচক, প্রায়ই কোনও না কোনও কারণে চর্চায় উঠে আসেন এই জুটি। গত বছর কাঞ্চন যখন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) সঙ্গে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন, তখনই তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল দুজনকে। এমনকি কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) একমাত্র কন্যা কৃষভিও হয়েছে কটাক্ষের শিকার। সদ্য এক বছর পূর্ণ হয়েছে কৃষভির। এর মধ্যেই কি আবার প্রেমে পড়লেন নাকি কাঞ্চন!

কাঞ্চনের ছবি শেয়ার করে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া শ্রীময়ীর (Sreemoyee Chattoraj)

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) একটি পোস্ট ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন জল্পনা। কাঞ্চনের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। দুই ছবিতে দুই নায়িকার সঙ্গে ধরা দিয়েছেন কাঞ্চন। প্রথম ছবিতে অভিনেতার বাহুলগ্না হয়ে রয়েছেন অলিভিয়া সরকার, দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। দুই নায়িকার সঙ্গে স্বামীর ছবি শেয়ার করে শ্রীময়ী (Sreemoyee Chattoraj) লিখেছেন, ‘কাঞ্চন আবার? প্লিজ আর না’।

Sreemoyee Chattoraj post going viral about kanchan Mallick

কী ঘটালেন কাঞ্চন: কাঞ্চন পত্নীর এই ‘নাটকীয়’ পোস্ট দেখেই প্রশ্ন জেগেছে অনেকের মনে, আবার কি প্রেমে পড়লেন নাকি অভিনেতা বিধায়ক? অনেকে আবার এই ছবিগুলির সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন কাঞ্চন শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) পুরনো ছবির। তখনও তাঁদের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠেনি। সেই প্রসঙ্গ টেনেই একাংশের প্রশ্ন, কাঞ্চনের মন কি তবে আবারও অন্য নায়িকায় মজল?

আরও পড়ুন : এনডিএর জয় উদযাপন করতে গিয়ে বাংলায় আক্রান্ত বিজেপি! তৃণমূলের বিরুদ্ধে সরব ক্ষুব্ধ সুকান্ত মজুমদার

হঠাৎ কেন এমন পোস্ট: না, আসলে ইচ্ছা করেই এমন নাটকীয় ক্যাপশন দিয়েছেন শ্রীময়ী (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের বিষয়ে দুজনেই যথেষ্ট ওয়াকিবহাল। এই তৃতীয় বিয়ে, সন্তানের জন্য চরম নিন্দা শুনতে হয়েছে কাঞ্চন শ্রীময়ীকে (Sreemoyee Chattoraj)। তবে সেই সমস্ত নেতিবাচকতার সঙ্গে লড়াই করেই সুখে সংসার করছেন তাঁরা।

আরও পড়ুন : মেলেনি ছাড়পত্র, এ সপ্তাহেও হল না চিংড়িঘাটার অসমাপ্ত কাজ, অরেঞ্জ লাইনে কবে শুরু হবে যাত্রী পরিষেবা?

বেশ করেছি প্রেম করেছি, এই মন্ত্রেই বিশ্বাসী কাঞ্চন শ্রীময়ী। অতীতের তিক্ততা ভুলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটানোই এখন তাঁদের মূল লক্ষ্য।