বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ড পরিষেবায় (Aadhaar Update) আসতে চলেছে এক বড় পরিবর্তন। এই পরিবর্তন আনতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। শুক্রবার প্রতিষ্ঠানটি ঘোষনা করেছে। আর এবার আপনি এই পরিবর্তন আপনি এবার বাড়িতে বসেই নিজেদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।
ঘরে বসেই আধারের মোবাইল নম্বর বদলান সহজে, পদ্ধতি জানুন (Aadhaar Update)
যদি নম্বরটি পুরনো হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে এটি অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। তবে এই আপডেট (Aadhaar Update) করার জন্য একটি তালিকা ভক্তি কেন্দ্র যাতায়াত করা করতে হত। তবে তার জন্য বায়োমেট্রিক যাচাই করণ ও দীর্ঘ লাইনে প্রয়োজন হতো। তবে এবার আর আধার কার্ড আপডেট করার জন্য একটি তালিকাভুক্তি কেন্দ্রে যাতায়াত করতে হতো। যেখানে বায়োমেট্রিকের সাহায্যে ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার আধার কার্ড ঠিক করা হতো।তবে এখন আপনি লাইনে না দাঁড়িয়েও ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে সহজ ভাবে এই আধার কার্ড ঠিক করতে পারবেন। এর জন্য আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। আর সেই নিয়ম গুলোর নিচে পরপর জানানো হল।

আরও পড়ুন: পেঁয়াজকলি আর ট্যাংরা মাছের দারুণ কম্বো! ঝটপট বানিয়ে ফেলুন মজাদার চচ্চড়ি, রেসিপি রইল
অনলাইনে কিভাবে আপডেট করবেন?
১) Aadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই উপলব্ধ। লগইন করে “Update My Aadhaar”-এ মোবাইল নম্বর আপডেট করুন।
৩) আপডেট করার জন্য ৫০ টাকা দিন।
৪)OTP যাচাইয়ের পর নম্বর সফলভাবে পরিবর্তিত হবে, এর জন্য এবার দীর্ঘ লাইনের প্রয়োজন হবে না।
আর আপনি যদি অফলাইনে করতে চান তাহলে আপনাকে সবার আগে নিকটতম আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এরপর UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে (uidai.gov.in) সার্চ করে আপনার নিকটতম কেন্দ্রটি খুঁজে পেতে পারেন। এরপর মাই আধার বিভাগে গিয়ে একটি নথিভুক্তি করন কেন্দ্র খুঁজুন। তারপর বিকল্প নির্বাচন করে এবং কেন্দ্রটি খুঁজে পেতে আপনার অবস্থান লিখুন। তারপর আদার সেবা কেন্দ্রে আপনাকে একটি আধার আপডেট করার ফর্ম দেওয়া হবে।
আপনি UIDAI ওয়েবসাইট থেকে এই ফর্মটি আগে থেকে ডাউনলোড করে পূরণ করে কেন্দ্রে নিয়ে আসতে পারেন অথবা সেখানে থেকেও আপনি করতে পারবেন। এরপর ফরমটি আপনাকে আপনার নতুন মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কআপ করাতে হবে। যা আপনার আঁধারের সঙ্গে লিংক করাতে চান। আবার অনেক সময় আপনার মোবাইল নম্বর আপডেট করার জন্য আপনাকে ৫০ টাকা ফ্রি দিতে হতে পারে। প্রতিবার আপনার মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে এই ফ্রি দিতে হবে আপনাকে (Aadhaar Update)।












