চাকরিপ্রার্থীদের কথা ভেবে বড় পদক্ষেপ! শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল SSC

Published on:

Published on:

ssc recruitment(4)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগের পরীক্ষার পর শিক্ষাকর্মী নিয়োগে তৎপর এসএসসি। গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Recruitment)। ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল। অর্থাৎ বুধবার শেষ হচ্ছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। এরই মধ্যে এসএসসি (School Service Commission) জানাল, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে আবেদনের সময়সীমা বাড়ছে।

কি জানাল কমিশন? SSC Recruitment

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানাচ্ছে, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ আরও পাঁচ দিন বাড়তি সময় পাচ্ছেন আগ্রহীরা। এসএসসির এক কর্তা জানান, “একাদশ-দ্বাদশ ও নবম-দশম শিক্ষক নিয়োগের ফলপ্রকাশের পর প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই আবেদন করে উঠতে পারেনি। তাই সময়সীমা বাড়ানো হল।”

সূত্রের খবর, এখন‌ও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি আবেদনকারী আবেদন করেছেন শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার জন্য। উল্লেখ্য, শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। এদিকে শূন্যপদ বৃদ্ধির দাবি উঠছে।

মাধ্যমিক পাশ করলেই গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে। জানিয়ে রাখি, জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম ক্যাটাগরির প্রার্থীদের ১৫০ টাকা করে দিতে হবে আবেদনের জন্য।

SSC

আরও পড়ুন: রাতারাতি সোনার দাম বাড়ল বিরাট, রুপোয় বৃদ্ধি ২৪৫০ টাকা, আজকের রেট (২ ডিসেম্বর)

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ C, গ্রুপ D-র চাকরিহারাদের। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এসএসসি ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। শিক্ষকদের পাশাপাশি চাকরি হারান শিক্ষাকর্মীরাও। আগেই ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রসঙ্গত, আদালত স্পষ্ট জানিয়েছিল এই পরীক্ষায় চিহ্নিত ‘অযোগ্য’রা কোনও ভাবেই বসতে পারবে না।