বাংলা হান্ট ডেস্ক: চুলে চিরুনি দিলেই ঘন ঘন চুল পড়ছে! যার ফলে নাজেহাল অবস্থা আপনার। এবার এই নাজেহাল অবস্থায় আপনি চুল পড়া কমানোর জন্য ব্যবহার করছেন একাধিক কেমিক্যাল প্রোডাক্ট। তবে সেগুলো মেখে সাময়িক সমাধান পেলেও। এই প্রোডাক্ট গুলো বেশিদিন মাখা উচিত নয়। তবে আপনি ঘরে থাকা নারকেল তেল ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে এই চুল পড়ার সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন (Hair Care)।
পেঁয়াজ-নারকেল তেলের ম্যাজিকেই ফের আসবে চুল (Hair Care)
পেঁয়াজের রসের মধ্যে রয়েছে সালফার। যা কেরাটিনের প্রধান যৌগ। এটি চুলে প্রোটিনের কাজ করে। পাশাপাশি চুল পড়া ও মাঝখান থেকে চুল ভেঙে যাওয়ার মতন সমস্যা কেউ রোধ করে। এছাড়াও সালফার স্যাল্পের কোলাজের উৎপাদনের সাহায্য করে ও চুলের গোড়া মজবুত করে। তাই আপনি নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাখতে পারেন (Hair Care)।

আরও পড়ুন: সোনার বাজারে বড় দোলাচল! ২০২৬-এ দাম কোথায় গিয়ে থামবে জানলে আঁতকে উঠবেন
অন্যদিকে নারকেল তেল হল চুলের পরম বন্ধু। এতে চুলে আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি চলে যাবতীয় সমস্যা দূর করতে পারে। চুলকে যেকোনো ধরনের ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে নারকেল তেল।
একসঙ্গে এটিকে কিভাবে ব্যবহার করবেন?
একটি পেঁয়াজি নিয়ে মিক্সিতে বেঁটে তার রস বার করে নিন। এরপর সেই রসকে ভালোভাবে ছেঁকে নেবেন। এবার তার মধ্যে দুই চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি একটি পাত্রের মধ্যে রেখে দেবেন। তবে ভুল করো মিশ্রণটি গরম করবেন না। চাইলে পরে আপনি এর মধ্যে ৪/৫ ফোটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
ভালো করে মিশ্রনটি স্ক্যাল্প ও চুলে মালিশ করুন। এবং এরপর শ্যাম্পু করে নিন। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিলে দু তিন সপ্তাহ পর আপনি এর ফলাফল নিজের হাতেই পাবেন (Hair Care)।












