বাংলা হান্ট ডেস্ক: এই ত্রৈমাসিকের জন্য অ্যাডভান্স ট্যাক্স (Income Tax) দাখিলের শেষ তারিখ হল আগামী ১৫ ডিসেম্বর। এমতাবস্থায়, যাঁদের বেতন ব্যতীত অন্য উৎস থেকে আয় আছে, (যেমন ক্যাপিটাল গেন, সুদ, ডিভিডেন্ড বা ব্যবসায়িক আয়) তাঁদের বছরের শেষে আয়কর রিটার্ন (ITR) দাখিলের জন্য অপেক্ষা না করেই সারা বছর ধরে এই আয়ের ওপর কর দিতে হয়। অ্যাডভান্স ট্যাক্স নিশ্চিত করে যে, সরকারকে সময়মতো ট্যাক্স পরিশোধ করা হচ্ছে এবং এর ফলে ট্যাক্স প্রদানকারী বড় অঙ্কের ট্যাক্স পরিশোধ বা সুদের জরিমানা এড়াতে পারেন।
এই ত্রৈমাসিকের অ্যাডভান্স ট্যাক্স (Income Tax) দাখিলের শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর:
কখন পরিশোধ করা বাধ্যতামূলক: জানিয়ে রাখি যে, TDS এবং TCS কেটে নেওয়ার পর বেতন-বহির্ভূত আয়ের ওপর মোট ট্যাক্স দায় যদি ১০,০০০ টাকার বেশি হয়, তাহলে এই পরিমাণ সারা বছর ধরে ৪ টি কিস্তিতে পরিশোধ করতে হবে। আয়ের উৎসের ওপর নির্ভর করে এই দায় ভিন্নভাবে গণনা করা হয়।

কীভাবে অনুমান করবেন: যদি আপনার ব্যবসা বা পেশা থেকে আয় হয়, সেক্ষেত্রে অর্থবর্ষের শুরুতেই আপনার আনুমানিক করযোগ্য আয় অনুমান করতে হবে এবং সেই অনুযায়ী অগ্রিম কর দিতে হবে। তবে, ক্যাপিটাল গেন এবং ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে, আয় প্রকৃতপক্ষে প্রাপ্ত না হওয়া পর্যন্ত অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না। এই আয়ের ওপর ট্যাক্স সেই ত্রৈমাসিকে দিতে হয়, যে ত্রৈমাসিকে আয় পাওয়া যায়। নাহলে, এগুলি অনুমান করা কঠিন।
অগ্রিম কর পরিশোধের সময়সীমা:
· প্রথম কিস্তি: ১৫ জুনের মধ্যে, আনুমানিক প্রদত্ত ট্যাক্সের ১৫ শতাংশ
· দ্বিতীয় কিস্তি: ১৫ সেপ্টেম্বরের মধ্যে, আনুমানিক প্রদত্ত ট্যাক্সের ১৫ শতাংশ
· তৃতীয় কিস্তি: আনুমানিক প্রদত্ত ট্যাক্সের ১৫ শতাংশ
· চতুর্থ কিস্তি: আনুমানিক প্রদত্ত ট্যাক্সের ১৫ শতাংশ
আরও পড়ুন: আচমকাই পদত্যাগ করলেন ভারতীয় মহিলা হকি দলের হেড কোচ! নিজেই জানালেন কারণ
প্রবীণ নাগরিকদেরও কি অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়: জানিয়ে রাখি যে, ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক, যাঁদের আয় ব্যবসা বা পেশা থেকে আসেনা তাঁরা অ্যাডভান্স ট্যাক্স প্রদান থেকে অব্যাহতি পান। তবে, যদি কোনও প্রবীণ নাগরিকের ব্যবসা বা পেশা থেকে আয় থাকে, সেক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্সের নিয়মগুলি তাঁদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: নিলামের আগেই বড় সিদ্ধান্ত! IPL ছেড়ে PSL-এর দিকে ঝুঁকলেন KKR-এ খেলা এই তারকা প্লেয়ার
কিস্তি মিস করলে কী হবে: যদি, অ্যাডভান্স ট্যাক্সের কিস্তি সময়মতো জমা না দেওয়া হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে মিস করা কিস্তির ওপর ৩ শতাংশ সুদ দিতে হবে। অর্থাৎ, মনে করুন আপনাকে ১৫ জুনের মধ্যে মোট ১ লক্ষ টাকার অগ্রিম করের মধ্যে ১৫,০০০ টাকা জমা দিতে হয়েছে। যদি আপনি এটি না করেন, সেক্ষেত্রে আয়কর দফতর ৩ মাসের জন্য প্রতি মাসে ১ শতাংশ হারে বকেয়া পরিমাণের ওপর সুদ ধার্য করবে, মোট ৩ শতাংশ। এক্ষেত্রে, আপনি যে ১৫,০০০ টাকা সময়মতো জমা করেননি তার ওপর আপনাকে ৪৫০ টাকা সুদ দিতে হবে। এমনকি যদি আপনি এই অর্থ পরে জমা করেন, কিন্তু ৩ মাসের এই সুদ মিস হওয়া কিস্তির জন্য প্রযোজ্য থাকবে।












