বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট এবং T20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। তবে, এবার তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। মূলত, ১৫ বছর পর একটি বড় ঘরোয়া টুর্নামেন্টে খেলতে প্রস্তুত কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ODI সিরিজের মাঝে, বিরাট কোহলি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) সভাপতি রোহন জেটলিকে একটি বড় আপডেট দিয়েছেন। বিরাট জানিয়েছেন যে, তিনি লিস্ট-এ ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন। যা দিল্লি এবং ভারতীয় ক্রিকেট অনুরাগীদের জন্য নিঃসন্দেহে একটি বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
বিরাট কোহলির (Virat Kohli) বড় সিদ্ধান্ত:
এমতবস্থায়, আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সি পরতে রাজি হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। DDCA সভাপতি রোহন জেটলি PTI-কে জানিয়েছেন যে ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য তাঁর উপলব্ধতা নিশ্চিত করেছেন। শেষবার কোহলি বিজয় হাজারে ট্রফিতে ২০১০ সালের ফেব্রুয়ারিতে সার্ভিসেসের বিরুদ্ধে খেলেছিলেন। যার অর্থ তিনি প্রায় ১৫ বছর পর লিস্ট-এ ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন।

জানিয়ে রাখি যে, ৩৭ বছর বয়সী কোহলি চলতি বছরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এদিকে, ২০২৪-এ T20 বিশ্বকাপ জয়ের পর তিনি T20 থেকেও অবসর নিয়েছেন। বর্তমানে তিনি কেবল ODI ফরম্যাটে ভারতীয় দলের অংশ। এমন পরিস্থিতিতে, নিজের ফর্ম এবং ফিটনেস বজায় রাখার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বাণিজ্যে হবে নতুন যুগের সূচনা! পুতিনের সফরের আগেই বিরাট ঘোষণা রাশিয়ার
এদিকে, BCCI-ও চায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলুক। অন্যদিকে, রাঁচিতে আফ্রিকার বিরুদ্ধে প্রথম ODI-তে কোহলির ১৩৫ রানের বিস্ফোরক অপরাজিত ইনিংস আবারও প্রমাণ করেছে যে বয়স কেবল একটি সংখ্যামাত্র। অর্থাৎ, কিং কোহলি এখনও তাঁর সেরা ফর্মে আছেন।
আরও পড়ুন: ৭ গুণ বেড়েছে মুনাফা! মাত্র ১ মাস আগে IPO নিয়ে আসা এই সংস্থার শেয়ারেই এবার রকেটের গতি
রোহন জেটলি কী জানিয়েছেন: ইতিমধ্যেই রোহন জেটলি PTI-কে জানিয়েছেন, “বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য তাঁর উপলব্ধতা নিশ্চিত করেছেন। তিনি কতগুলি ম্যাচ খেলবেন তা এখনও স্পষ্ট নয়।” স্পষ্টতই, কোহলিকে পাশে পেলে দিল্লির ড্রেসিংরুমে তাৎপর্যপূর্ণ উৎসাহ তৈরি হবে। এদিকে, ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মারও বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলার কথা রয়েছে।












