বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শিয়রে। চলতি সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। দেশের কমবেশি প্রত্যেকটি রাজনৈতিক দল বর্তমানে জোরকদমে প্রচার চালাচ্ছে। এসবের মাঝেই দিল্লি হাই কোর্টে (Delhi High Court) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হল। আগামী ৬ বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক, আবেদন জানিয়েছেন এক আইনজীবী।
বিজেপির (BJP) ‘মুখ’ নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী যে অত্যন্ত তুখোড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তা অস্বীকার করার কোনও উপায় নেই। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই দায়ের হল পিটিশন। আইনজীবী আনন্দ এস জোন্ধলে এই পিটিশন দায়ের করেছেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী হিন্দু এবং শিখ দেব-দেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন।
বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন মোদী। গত ৯ এপ্রিল উত্তর প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পিলিভিতে ভাষণও দেন তিনি। সেই ভাষণের কারণেই মোদীর বিরুদ্ধে পিটিশন দায়ের করেছেন আইনজীবী আনন্দ। তাঁর অভিযোগ, শুধুমাত্র হিন্দু এবং শিখ দেবদেবতা এবং তাদের পুজাস্থলের নামে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলির বিরোধিতা করেছেন বলে দাবি আনন্দের।
আরও পড়ুনঃ কোন কোন পরিস্থিতিতে গুলি চালাতে পারবে কেন্দ্রীয় বাহিনী? ভোটের আগে স্পষ্ট করে দিল কমিশন
দিল্লি হাই কোর্টের কাছে পিটিশনকারীর আবেদন, জন প্রতিনিধিত্ব অধিনিয়মের অধীন মোদীকে আগামী ৬ বছরের জন্য ভোটে দাঁড়ানোর অযোগ্য হিসেবে ঘোষণা করা হোক। এই বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন আনন্দ। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পিটিশন! স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।
লাইভ ল-য়ের প্রতিবেদন অনুসারে, পিটিশনে বলা হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ভোট চলে এসেছে। তার আগে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন আনন্দ।