বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছে অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir)। তারপর থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে রাম ভক্তরা ছুটে আসছেন এখানে। ক্রমাগত ভিড় বাড়ছে অযোধ্যা নগরীতে। রাম মন্দির উদ্বোধনের পর অনেকেই কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি এবার রামরাজ্য বলা যাবে ভারতকে?’
এই প্রশ্নের উত্তর জানা না থাকলেও এমন এক খুদের সন্ধান পাওয়া গেল যে অযোধ্যায় আগত পুণ্যার্থীদের কপালে তিলক কেটে রোজগার করছেন দুহাত ভরে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের পর এই খুদের জন্য অযোধ্যা নগরী যে ‘রামরাজ্য’ হয়ে উঠেছে তা বলাই চলে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছোট্ট ছেলেটি বেশ ভাইরাল হয়েছে।
আরোও পড়ুন : বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুর! উচ্চমাধ্যমিকে অভাবনীয় সাফল্য প্রীতমের, হতে চান IAS
জানা গেছে এই ছেলেটির নাম গোলু। রোজ সকাল ছটা থেকে তিলক লাগানোর কাজ শুরু করে সে। সকাল দশটা পর্যন্ত যারা রাম দর্শন করতে আসেন তাদের কপালে সিঁদুরের তিলক কাটে সে। তারপর চন্দন দিয়ে টিকা দেওয়ার কাজ চলে রাতা আটটা পর্যন্ত। রাম মন্দির চত্বরে গোলুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরোও পড়ুন : ৪% DA বৃদ্ধির পর ফের সুখবর! সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
অনেকে বলছেন গোলু একদিনে তিলক কেটে যে রোজগার করে, তা লজ্জায় ফেলতে পারে ডাক্তার-ইঞ্জিনিয়ারদের মাসিক রোজগারকেও। অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও একথা কিন্তু সত্যি।একটি ভিডিওতে ছোট্ট গোলু বলেছে, সকাল ছটায় কাজ শুরু করে সে। রোজ কমপক্ষে ১৫০০ টাকা আয় হয় তার।
যে ব্যক্তি এই ভিডিওটি (Video) করেছেন তিনি মজা করে ছেলেটিকে বলেন, তোমার রোজগার ডাক্তারদের থেকেও বেশি। এর উত্তরে স্মার্টলি ছেলেটি বলে, আমাকে কি কম ভেবেছেন ডাক্তার-ইঞ্জিনিয়ারদের থেকে? এই উত্তর শুনে বহু নেটিজেন চমকে গেছেন। অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট গোলুকে।