তিন জুতো ব্যবসায়ীর বাড়ি, শোরুমে হানা দিতেই থ! উদ্ধার নগদ ৬০ কোটি টাকা, একি কাণ্ড রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে টাকা উদ্ধারের প্রতিযোগিতা। একের পর এক জায়গা থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড় (Money Recovered)। একদিন আগেই খাস কলকাতায় বিজ্ঞাপন দপ্তরে হানা দিয়ে এক কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দপ্তর। সেই রেশ কাটতে না কাটতেই ফের টাকা উদ্ধার। ভোটের আবহে তিন জুতো ব্যবসায়ীর বাড়ি এবং শোরুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আইটি ডিপার্টমেন্ট (Income tax Raid)।

সূত্রের খবব, শনিবার বিকেল থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত জারি রয়েছে তল্লাশি। এক ব্যবসায়ীর বাড়ি থেকেই এক দিনেই ৬০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, যোগী রাজ্য উত্রদেশের আগরার তিন ব্যবসায়ীর বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ সামনে আসে। এরপর তদন্তে নামেন গোয়েন্দারা।

শনিবার বিকেল ৩টে নাগাদ আগরার ওই তিন ব্যবসায়ীর বাড়ি, শোরুম এবং অফিসে হানা দেয় আয়কর দপ্তর। চলছে ম্যারাথন তল্লাশি। আর তাতেই উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নগদ কোটি কোটি টাকা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

ed money 2

আরও পড়ুন: সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়! সোমবার থেকে বৃষ্টি শুরু বাংলায়, আবহাওয়া বদল নিয়ে বিরাট আপডেট

আয়কর ফাঁকি দেওয়ার পাশাপাশি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলা রুজু করা হয়েছে ওই তিন নামী ব্যবসায়ীর বিরুদ্ধে। উদ্ধার হওয়া টাকা এতটাই বেশি যে তা গুনতে আনানো হয়েছে মেশিন। কাজ করছে ব্যাঙ্কের কর্মীরাও। শেষমেষ টাকার পরিমাণ কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখার।

 


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর