শাহজাহানের দুর্নীতির টাকা গিয়েছে পার্টি ফান্ডে! কার কার পকেটে ঢুকেছে? এবার চার্জশিট দিল ED

বাংলা হান্ট ডেস্কঃ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) নিয়ে বিস্ফোরক ইডি (Enforcement Directorates)। এদিন চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাল, শেখ শাহজাহানের জমি দখলের টাকা যেত পার্টি ফান্ডে! সোমবার শাহজাহান-সহ ৩ জনকে কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয়। সেখানেই রীতিমতো বোমা ফাটাল কেন্দ্রীয় এজেন্সি।

এদিন আদালতে ইডির দাবি, জেরায় শাহজাহান ও শিবু হাজরাকে জানিয়েছে, ২০১৮-২০২৩ সাল পর্যন্ত জমি দখলের টাকা ঢুকেছে পার্টি ফান্ডে! প্রায় ৯০০ বিঘা ভেড়ি দখলের অভিযোগ উঠে এসেছে শাহজাহান সঙ্গী শিবু হাজরার বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি গোটা ঘটনার পেছনে হাত রয়েছে শাহজাহানের পাঁচ ঘনিষ্ঠের। তাদের খোঁজে তদন্ত চালাচ্ছে ইডি।

পাঁচ অভিযুক্তর তালিকায় নাম উঠে আসছে জর্জ কুট্টি, রাবেয়া বিবি মোল্লা, প্রতাপ বিশ্বাস, জয়া সাউ এই চার জনের। ইডির অভিযোগ শাহজাহনেক কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন এরাই। এজেন্সির অভিযোগ ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে শাহজাহনের সংস্থা শেখ সাবিনার মাধ্যমে রপ্তানি বাবদ ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা পে করা হয়েছে। ওদিকে মোট লাভের পরিমাণ ছিল ৪ কোটি ৪৮ লক্ষ টাকা।

কিছুদিন আগেই ‘মৎস ব্যবসায়ী’ শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টও ফ্রিজ় করে ইডি। সেই সময় সংস্থা জানায়, নিজের মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন শাহজাহান।

Sheikh Shahjahan seeks bail in Enforcement Directorate ED attack case

আরও পড়ুন: বদলে গেল পূর্বাভাস! একটু পরই তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই ৬ জেলা, হবে বজ্রপাত

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসের ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তবে তল্লাশি তো দূর, উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে এলাকাছাড়া হয় ইডি। সেই ঘটনার পর ৫৫ দিন পর গ্রেফতার হন সন্দেশখালির বেতাজ বাদশা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর