১২ দিন ক্লোজড ব্যাঙ্ক! ১৭ তারিখ খুলবে না স্কুল-কলেজ-অফিসের দরজা, আগেভাগেই দেখুন লিস্ট

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে জুন-জুলাই মাসে খুব একটা ছুটি থাকে না। পার্বণ উপলক্ষে একটানা ছুটি তো নেই বললেই চলে। সেই পুজোর সময় কিছুদিনের জন্য মিলবে ছুটি। তারপর একে একে শুরু হবে উৎসবের মরশুম। কালীপুজো, ভাইফোঁটা, দিওয়ালি, বড়দিন ইত্যাদি পার্বণের জন্য বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস।

জুলাইয়ের ছুটির (Holiday) তালিকা

জুলাই মাসে যখন ছুটির খরা, তখন আপনাদের জন্য মন ভালো করে দেওয়া খবর নিয়ে আসা হয়েছে। আগামী ১৭ই জুলাই গোটা দেশজুড়ে বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। চলতি বছরের মহরম পালিত হবে আগামী ১৭ তারিখ। মহরম উপলক্ষে গোটা দেশের স্কুল-কলেজ-অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ১৭ই জুলাই মহরম উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরোও পড়ুন : আনিশার খেল খতম! ছদ্মবেশেই অপরাধীর মুখোশ খুলবে রানী! ফাঁস ‘তোমাদের রানী’র দুর্ধর্ষ পর্ব

কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে গোটা বিশ্ব জুড়ে পালিত হয় মহরম। ইসলাম ধর্মের অনুসারীরা এই দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে আসেন। প্রতিবছরই মহররমের দিন গোটা দেশজুড়ে ছুটি থাকে সরকারি ও বেসরকারি দপ্তর। সেইমতো এবছরও ১৭ তারিখ মহরম উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরোও পড়ুন : ‘দু সপ্তাহের মধ্যে..,’ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

এবার আসা যাক ব্যাংকের কথায়। জুলাই মাসে ৩১ দিনের মধ্যে ১২ দিন ব্যাংক বন্ধ থাকছে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে গোটা দেশ জুড়ে। এছাড়াও কিছু জাতীয় ছুটি ও স্থানীয় ছুটির উপর নির্ভর করে ব্যাংক বন্ধের দিন। জুলাই মাসের আগামী দিনগুলিতে কবে কোথায় ব্যাংক বন্ধ থাকবে জেনে নেওয়া যাক।

holiday2

১৩ই জুলাই দ্বিতীয় শনিবার গোটা দেশজুড়ে বন্ধ ছিল ব্যাংক। ১৪ ই জুলাই রবিবার ছিল সাধারণ ছুটি। ১৬ই জুলাই হেরেলা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকছে উত্তরাখন্ডে। মহরম উপলক্ষে গোটা দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে ১৭ই জুলাই। ২১শে জুলাই রবিবার সাধারণ ছুটি। ২৭ শে জুলাই চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ। ২৮ শে জুলাই রবিবার সাধারণ ছুটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর