‘দেখিয়ে দেব বিজেপিকে’, এক্সপ্রেস ট্রেনে উদ্ধার হল বিস্ফোরকসহ ধমকি বার্তা

 

বাংলা হান্ট ডেস্ক: ‘হম ক্যায় কর সকতে হ্যায়ঁ ও বিজেপি কো দিখানা হ্যায়ঁ’, কুরলা এক্সপ্রেস ট্রেনে এই বার্তা সহ উদ্ধার হল বিস্ফোরক। মঙ্গলবার ‘আইসিস’ লেখা পাওয়া গিয়েছিল নবি মুম্বইয়ের উড়ান ব্রিজে। তার পরেরদিনই মুম্বইয়ে বিস্ফোরক ও ব্যাটারি উদ্ধার হল লোকমান্য তিলক স্টেশনে শালিমার-মুম্বই এক্সপ্রেস ট্রেনে।

 

সোমবার কুরলা এক্সপ্রেস রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের শালিমার থেকে মুম্বইয়ের দিকে। বুধবার সকাল সাড়ে সাতটায় লোকমান্য তিলক টার্মিনাসে পৌঁছয় কুরলা। ট্রেনটি পরিষ্কার করার সময় সাফাইকর্মীরা স্লিপার কোচে সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন। আরপিএফ-কে খবর দেওয়া হয়। বিস্ফোরকভর্তি সাতটি প্লাস্টিক পাইপ উদ্ধার করা হয় সেখান থেকে। কিন্তু এখানেই শেষ নয়, একটি হাতে লেখা কাগজও মিলেছে বিস্ফোরকের সঙ্গে। যাতে লেখা ছিল, ‘হম ক্যায় কর সকতে হ্যায়ঁ ও বিজেপি কো দিখানা হ্যায়ঁ’।

400ad img 20190606 wa0004

তিলকনগর পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি, মোবাইল নম্বর ও  কয়েকজনের ছবি।  রেল পুলিসের সন্দেহ, উদ্ধার হওয়া বস্তুগুলি জিলেটিন স্টিক। ডিটোনেটর থাকলে যদিও ঘটানো যেত বিস্ফোরণ। সেগুলি পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। ইতিমধ্যেই মহারাষ্ট্রের সন্ত্রাসদমন স্কোয়াড নেমে পড়েছে তদন্ত।

সম্পর্কিত খবর