অবিশ্বাস্য! মাত্র ২০ টাকায় গোটা পরিবার নিয়ে ঘুরে আসুন এই রাজকীয় জায়গা, নিমেষে দূর হবে ক্লান্তি

বাংলা হান্ট ডেস্ক : ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার (Travel) জন্য আলাদা করে কোন মরশুমের প্রয়োজন হয় না। যে কোন মরশুমে ঘুরতে যাওয়ার (Travel) জন্যই রেডি থাকেন ‘টোটো কোম্পানি’র দল। সামনেই আসছে দুর্গাপুজো, পুজোর ছুটিতে ঘুরতে যান অনেকেই। কিন্তু সেই সাথে পুজোয় থাকে আরও  অনেক খরচ। তাই এবছর যদি কারও  পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার (Travel) মত বাজেট না থাকে, তাহলে চিন্তা করবেন না কলকাতা থেকেই ঢিল ছোঁড়া  দূরে রয়েছে এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে ঘুরতে গেলে খরচ হবে মাত্র কুড়ি টাকা।

মাত্র ২০ টাকায় ঘুরতে (Travel) যাওয়ার জায়গা

হ্যাঁ ঠিকই শুনছেন প্রাকৃতিক সৌন্দর্যের মোড়া কোচবিহারের সদর শহরের প্রাণ কেন্দ্রেই রয়েছে এমনই একটি পর্যটন কেন্দ্র। যা সকলের কাছে পরিচিত মদনমোহন বাড়ি নামে। রাজ-রাজাদের আমলে তৈরি এই মদনমোহন বাড়ির উল্টোদিকেই রয়েছে বৈরাগী দিঘী। জানা যায়, অতীতে মদনমোহন বাড়ির পুজোর কাজ এবং মন্দিরের ভক্তদের জলের অভাব পূরণ করতেই খনন করা হয়েছিল এই দীঘি।

কোচবিহারের মানুষজন আজও এই দীঘির জল অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তাই স্থানীয় বাসিন্দাদের কাছে যে কোনো পুজোর পাশাপাশি বিভিন্ন শুভ অনুষ্ঠানও  অসম্পূর্ণ এই দীঘির জল ছাড়া। তাই স্থানীয়রা তো বটেই দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসেন এই দিঘির পবিত্র জল নেওয়ার জন্য। অথচ একটা সময় এই দিঘির চারপাশ ছিল ঝোপ জঙ্গলে ঘেরা।

আরও পড়ুন :  স্কুলের খরচ সম্পূর্ণ ফ্রি!পাহাড়ের কোলে থাকা এই গ্রাম যেন এক্কেবারে ছবির মত!কোথায় আছে জানেন?

কোচবিহার শহরের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজা-মহারাজাদের এমনই অনেক অজানা ইতিহাস। মদনমোহন বাড়িতে ঘুরতে আসা কোচবিহারের এমনই একজন পর্যটক জানিয়েছেন এই মদন মোহন বাড়ির দিঘী এখানকার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম। কিছুদিন আগেই  সংস্কারদের মাধ্যমে এই দিঘির সৌন্দর্য অনেক বেড়েছে। তাই দিনে দিনে বাড়ছে পর্যটকদের ভিড়।

Travel

সেইসাথে পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধ করার জন্যও এখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে। এই দীঘিতেই ঘুরতে আসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র কুড়ি টাকা। কোচবিহারের এই দিঘির প্রাকৃতিক সৌন্দর্য নিমেষে দূর করে দিতে পারে সারাদিনের  ক্লান্তি। দিঘির পাড়ে গাছের ছায়ায় বসে সময় কাটালেই জুড়িয়ে যায় মন প্রাণ। তাই পর্যটকরা বলেন কোচবিহারের এই বিখ্যাত দীঘির প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনাই হয় না। সেই সাথে এখানে রয়েছে ছবি তোলার মতো দারুণ আকর্ষণীয় জায়গাও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর