পরনে আসল মাছের পোশাক! মডেলের কান্ড দেখে তাজ্জব দুনিয়া… বিশেষ পরামর্শও দিল নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক : এবার ফ্যাশনে ইন আসল মাছের (Fish) তৈরী পোশাক। এই হাল ফ্যাশনের যুগে পোশাক নিয়ে অনেক সময় এক্সপেরিমেন্ট করতে দেখা যায় মডেল-অভিনেত্রীদের। ফ্যাশন ওয়ার্ল্ডে হামেশাই এসে হাজির হয় নিত্যনতুন পোশাক। যা সবসময় যে শুধু প্রশংসিত হয় এমনটা কিন্তু নয়। উদ্ভট ফ্যাশন স্টাইল দেখে হাসির পাত্র হয়ে থাকেন অনেকেই। বরাবরই পোশাকের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ফুটিয়ে তোলেন ফ্যাশন ডিজাইনাররা।

আসল মাছের (Fish) পোশাক দেখে তাজ্জব দুনিয়া

আর ওই সমস্ত পোশাক পরে হামেশাই শিরোনামে আসেন বহু জনপ্রিয় মডেল কিংবা অভিনেত্রীরা। কিছুদিন আগেই নিজের পোশাকের সঙ্গে মাছের অ্যাকোরিয়াম জুড়ে দিয়ে এই শিরোনামে এসেছিলেন এক জনপ্রিয় মডেল। আর এবার এক উদ্ভট কান্ড ঘটিয়েছেন অন্য এক মডেল। কোন অ্যাকোয়ারিয়াম নয় তিনি সুঁচ-সুতো দিয়ে আসল মাছ (Fish) গেঁথে এই পোশাক বানিয়ে পরেছেন।

যা দেখে কার্যত তাজ্জব বনে গিয়েছেন গোটা ফ্যাশন ওয়ার্ল্ড। সম্পূর্ণ আসল মাছ (Fish) দিয়ে তৈরি মডেলের এই পোশাক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ওই মডেল মাছ দিয়ে গাঁথা পোশাকের সাথেই গলায় পরেছেন মাছের নেকলেস। যা খুব সুন্দর ভাবে যুক্ত করা হয়েছে পোশাকের সঙ্গে।

এদিন আসল মাছের ওই ওয়ান পিসের সঙ্গে আসল মাছের তৈরি ব্যাগ নিয়েছেন ওই মডেল। সেইসাথে তার মাথাতেও রয়েছে একেবারে বিচ স্টাইলের একটি টুপিও। সাথে রয়েছে মানানসই মেকআপ। তবে এদিন নিজের ছক ভাঙা এই পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের মুখে পড়েছেন এই মডেল।

আরও পড়ুন : মায়ের সাথে কথা বন্ধ! হবু শাশুড়িকে হারিয়ে ‘শোকাহত’ অহনা ‘মিশকা’ লিখলেন, ‘আর কোনো কষ্ট হবে না..’

তবে কেউ কেউ আবার আসল মাছের পোশাক পরা এই মডেলকে আগাম সতর্ক করে দিয়ে বিড়ালের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। কেউ আবার শুধুমাত্র ফ্যাশন করার জন্য এতগুলো মাছের মৃত্যু নিয়েও হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ এই মডেলকে ‘বিবেকহীন’ বলে কটাক্ষ করেছেন। যদিও নেটিজেনদের একাংশ এই পুরো ভাবনাটিকে খুবই বোকা এবং অর্থহীন বলেই মডেলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন।

কেউ কেউ আবার এই মডেলকে ফিশ নিয়ে ফ্যাশন করতে দেখে গোটা বিষয়টিকে ‘ফিশন’ বলেও মন্তব্য করেছেন। প্রসঙ্গত বাঙালিদের কাছে মাছ এমনিতেই খুবই শুভ। তাই কখনও পটচিত্র, আবার কখনও রঙ তুলিতে কিংবা সুঁচ-সুতোতেও অনেকেই ফুটিয়ে তোলেন হরেকরকমের মাছের নকশা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর