মাসে পাবেন ২৯ হাজার স্যালারি! ক্লাস ৮ পাশেই মিলবে চাকরি! ইন্টারভিউ মিস করলেই পস্তাবেন

বাংলাহান্ট ডেস্ক : পিওন (Peon) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দপ্তর। নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। পিওন (Peon) পদে কত কর্মী নিয়োগ করা হবে? আবেদন পদ্ধতি কী? কীভাবে করবেন আবেদন?

পিওন (Peon) পদের সব কিছুই জেনে নেব আজকের প্রতিবেদনে।

পদের নাম : পিওন (Peon)

মোট শূন্য পদের সংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। পাশাপাশি থাকতে হবে কাজের পূর্ব অভিজ্ঞতা। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে।

Now Recruitment in Kolkata office of this central organization.

বয়স সীমা : ১৮ বছর ঊর্ধ্বে বয়স হলে আবেদন করা যাবে এই পদে।

মাসিক বেতন : এই পদে নিয়োগ পেলে প্রার্থী মাসিক ২৯,০৩৪ টাকা বেতন পাবেন।

আবেদন মূল্য : কোনও আবেদন মূল্য লাগবে না।

আরোও পড়ুন : অন্যের পুকুরে ছট পুজো! বিজ্ঞাপন দিত KMDA! মামলা হতেই বিরাট নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞপ্তি প্রকাশ : এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে www.bckv.edu.in পোর্টালে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আপনারা ভিজিট করতে পারেন এই পোর্টালে।

আবেদন পদ্ধতি : যারা এই পদে কাজ করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট দিনে ইন্টারভিউ দিতে চলে যান নির্দিষ্ট ঠিকানায়। অফিসিয়াল ওয়েবসাইট থেকে A4 পেপারে আবেদন পত্র প্রিন্ট করিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পৌঁছে যান ইন্টারভিউ দিতে।

Peon Recruitment

নথি : ইন্টারভিউয়ের দিন আবেদন পত্রের সাথে নথি হিসাবে নিয়ে যান- বয়সের প্রমাণপত্র, পরিচয়ের প্রমাণপত্র (ভোটার কার্ড / প্যান কার্ড / আধার কার্ড), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, শেষ বেতনের শংসাপত্র, দুটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

ইন্টারভিউয়ের তারিখ : ১৩ ই নভেম্বর, ২০২৪


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর