বাংলা হান্ট ডেস্ক: বেশিরভাগ সময় দেখা যায় পুরুষেরা বিবাহিত নারীদের সঙ্গে প্রেমে (Love) জড়িয়ে পড়েছেন। এদিকে এত সুন্দর অষ্টাদশী সিঙ্গেল মেয়ে থাকা সত্ত্বেও চোখ পড়ে না তাদের উপর। বরং উল্টে বিবাহিত মেয়েদের দেখলেই অবিবাহিত পুরুষদের মনে আকুপাকু করে ওঠে। বিষয়টি শুনে অনেকেই ছিঃ ছিঃ করতে পারেন। তবে বর্তমানে বিষয়টি অত্যন্ত সাধারণ। এমনকি সমীক্ষাতেও এমনটাই উঠে আসছে।
গার্লফ্রেন্ড থাকতে অন্য স্ত্রীর প্রেমে (Love) হাবুডুবু
কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সুন্দরী সিঙ্গেল মেয়েদের ছেড়ে বিবাহিত স্ত্রীদের প্রেমে (Love) পড়ে ছেলেরা? আজকের প্রতিবেদনে এর উত্তরই দেবো আমরা। বিশেষজ্ঞরা এই বিষয়ে বিশিষ্ট কিছু কারণ উল্লেখ করেছেন। যদিও এই কারণগুলি যে আসল তেমনটা কিন্তু নয়। এগুলি শুধু সমীক্ষা মাত্র। চলুন দেখে নেই ঠিক কি কি কারনে পুরুষেরা বিবাহিত মহিলাদের প্রেমে (Love) পড়ে –
১) প্রত্যাশার সম্পর্ক নেই: দুজন সিঙ্গেল ছেলে মেয়েরা প্রেমের সম্পর্কে জড়ালে স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে কিছু না কিছু প্রত্যাশা থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রত্যাশার ওজনটা একটু বেশি হয়। কিন্তু পুরুষেরা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই বিষয়টিকে বেশি গুরুত্ব দেন না। ফলে দুই তরফে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। কিন্তু এদিকে বিবাহিত স্ত্রীদের (Married Women) প্রেমে পড়লে এ সমস্ত প্রত্যাশার ঝুটঝামেলা থাকে না। আর না থাকে কোন দায়িত্ব, কর্তব্য। এর ফলে পুরুষরা বিবাহিত স্ত্রীদের প্রতি বেশি আকৃষ্ট হন।
২) যত্নবান: অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েরা বেশি যত্নবান হয়ে থাকেন। আর এই বিষয়টি পুরুষদের অত্যন্ত পছন্দের। ছোট বড় যেকোন বিষয় তাদের খেয়াল থাকে। এমনকি পুরুষদের কোনটা পছন্দ অপছন্দ সেই দিকেও অভিজ্ঞ বিবাহিত স্ত্রীরা। আর এই গুণের জন্যই পুরুষদের হৃদয় হরন করে বিবাহিত স্ত্রীরা।
৩) অভিজ্ঞতা সম্পন্ন: একজন বিবাহিত স্ত্রী অবিবাহিত স্ত্রীর তুলনায় যে কোন দিক থেকেই অভিজ্ঞ হয়ে থাকে। পুরুষদের মতে যেকোনো বিপদের সমাধান এরা খুঁজে দিতে জানে। এছাড়াও সাংসারিক বিষয় এরা পটু হয়ে থাকে। তাই ছোট ছোট বিষয় ঝামেলা তর্কবিতর্কের মত সমস্যা তৈরি হয় না। তারা কল্পনায় নয় জীবনটাকে বাস্তবিক দিক দিয়ে ভাবনা চিন্তা করে।
৪) কমিটমেন্ট: সাধারণত দুজন ছেলেমেয়ে যখন সম্পর্কে জড়ায় তখন বিয়ের চাপ থাকে। প্রেমিকার প্রতি দায়িত্ব পালন, সময় দেওয়া ইত্যাদিকে গুরুত্ব দিতে হয়। কিন্তু একজন বিবাহিত স্ত্রীর প্রেমে (Love) পড়লে আলাদা করে বিয়ের কোন চিন্তা থাকে না। আর না থাকে ধরা বাঁধা সময় দেওয়ার কোনো দায়ভার। আর এই কমিটমেন্টের চাপ থেকে মুক্তি থাকে বলেই বিবাহিত স্ত্রীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন পুরুষেরা।
আরও পড়ুন: আবেদন শুরু SVMCM স্কলারশিপের, ভুলেও মিস করবেন না, কোথায় কিভাবে করবেন জানুন!
৫) বুদ্ধিমতী: বলা হয় বিবাহিত স্ত্রীরা নাকি একটু বেশিই বুদ্ধিমতী হয়। পুরুষদের জীবনে কোন সিদ্ধান্তটি ঠিক কোন সিদ্ধান্তটি ভুল তাও তারা নাকি ঠিক করে দিতে পারে। বুদ্ধিমত্তার সাথে পুরুষের মন জয় করতে সক্ষম বিবাহিত স্ত্রীরা।
৬) সৌন্দর্য: বিবাহিত স্ত্রীদের বিয়ের পর সৌন্দর্য যেনো কয়েকগুণ বৃদ্ধি পায়। আর এই সৌন্দর্যের পিছনেই ধাবিত হয় পুরুষেরাm গবেষকদের মতে বিয়ের পর স্ত্রীদের বিশিষ্ট হরমোন (হরমোন) এই সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।
৭) বোঝদার: একজন সিঙ্গেল মেয়ের তুলনায় একজন বিবাহিত স্ত্রী বেশি বোঝদার হয়ে থাকেন। ফলে স্বামীর ভালো সময় খারাপ সময় কি ভাবে পাশে দাঁড়াতে হয় সেকথাও তাদের জানা। যার ফলে যে কোন পুরুষই বিবাহিত স্ত্রীর উপর বেশি আকৃষ্ট হন।