নতুন বছরেই মানি প্ল্যান্টে করুন এই কাজ, সারাবছর টাকা ভরে থাকবে, দারিদ্রতা ছুঁতে পারবে না!

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই নতুন একটি বছর শুরু। আর নতুন বছরের শুরুটা যদি একেবারে ভালোভাবে করা যায়, তাহলে বছরের শুরু থেকে শেষ অবধি অত্যন্ত ভালোভাবে কাটে। তাই নতুন বছরের শুরুতেই মানিপ্ল্যান্ট (Money Plant) দিয়ে করুন এই কাজ। সারা বছর অর্থের অভাব আপনাকে ছুঁতে পারবে না। এই কাজের মাধ্যমে আপনার আয়ের উৎস তৈরি হয়ে যাবে। পাশাপাশি বছরভর মুঠো ভরে অর্থ উপার্জন করতে পারবেন।

নতুন বছরে মানি প্ল্যান্ট (Money Plant) দিয়ে করুন এই কাজ:

অনেকেই বাড়িতে মানি প্ল্যান্ট (Money Plant) রেখে থাকেন। এটি শুধু ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে না, পাশাপাশি আপনার সংসারে সুখ সমৃদ্ধিও বৃদ্ধি করে। বাস্তুশাস্ত্রে অনুসারে, ঘরের শ্রী বৃদ্ধির জন্য এই গাছ অত্যন্ত শুভ। ধন-সম্পদ বৃদ্ধির পাশাপাশি এটি সংসারে ইতিবাচক শক্তির উত্থান ঘটায়। তবে শুধু মানি প্ল্যান্ট রাখলেই হলো না, রাখার বিশেষ নিয়ম জানতে হবে। তাহলেই জেগে উঠবেন শুক্র দেব, আর সংসার ভরে যাবে অর্থতে।

Do this things with money plant of New Year for money earning

জেনে নিন মানি প্ল্যান্ট রাখার নির্দিষ্ট নিয়মাবলী:

১) দক্ষিণ দিকে লাগান: মানিপ্ল্যান্ট (Money Plant) রাখার নির্দিষ্ট দিক হচ্ছে দক্ষিণ দিক। বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকটিকে শুভ দিক বলেও গণ্য করা হয়, এমনকি এই স্থানে মানিপ্ল্যান্ট রাখলে আপনার সংসারে শুক্রের সুদৃষ্টি পড়ে। তবে ভুলেও, এই গাছটি উত্তর-পূর্ব দিকে রাখবেন না। নইলে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি বছরের শুরুতে, মানি প্ল্যান্ট লাগানোর ভাবনা চিন্তা করেন তাহলে অবশ্যই দক্ষিণ দিকে লাগাবেন।

২) কিসে রাখবেন: এই গাছটি রাখার নির্দিষ্ট জায়গাও রয়েছে। যেখানে সেখানে রাখলে হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিপ্ল্যান্ট (Money Plant) সবুজ রংয়ের কাঁচের বোতল কিংবা মাটির টবে রাখুন। কখনো প্লাস্টিদের টব কিংবা প্লাস্টিকের বোতলে রাখবেন না।

আরও পড়ুনঃ Interview ক্র্যাক করলেই বাজিমাত! চাকরির সুযোগ BDO, SDO, পৌরসভায়! কিভাবে আবেদন করবেন?

৩) মাটিতে স্পর্শ নয়: মানি প্ল্যান্টের অভিমুখ সর্বদা উপরের দিকে রাখা উচিত। নিচের দিকে ছড়িয়ে পড়লে তা অশুভ বলে গণ্য করা হয়। তাই চেষ্টা করুন এটি বড় লাঠির সঙ্গে বেঁধে দেওয়ার।

৪) লাল সুতো: নতুন বছরের শুরুতেই মানি প্ল্যান্টে লাল সুতো বেঁধে দিন। বিশ্বাস করা হয় এই সুতো বাঁধলে নাকি কর্মজীবনে দ্রুত অগ্রগতি, ব্যবসায় আয় উন্নতি হওয়া শুরু করে। এমনকি আপনার ক্যারিয়ারের পথে সমস্ত বাধা-বিপত্তি কেটে যায়।

আরও পড়ুনঃ সাবধান! SIP করেই সব শেষ! বিনিয়োগকারীদের মোটা টাকা লস, লিস্টে এই ৩৪টি Mutual Fund

৫) দুধ দেওয়া: বাস্তুশাস্ত্রে অনুসারে প্রতি সপ্তাহে শুক্রবার কাঁচা দুধে জল মিশিয়ে মানি প্ল্যান্টে (Money Plant) দিতে পারেন। এতে করে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন। সংসারে সমস্ত অর্থাভাব কেটে যায়। পাশাপাশি, মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি বয়ে আসে।

(এই প্রতিবেদনটি বাস্তুশাস্তের উপর নির্ভর করে লেখা হয়েছে এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর