বিধানসভার ভেতর খুন হতে পারেন শুভেন্দু অধিকারী! খোদ বিধায়কের দাবিতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা তিনি। সেই শুভেন্দু অধিকারীকেই (Suvendu Adhikari) বিধানসভার ভেতর খুন করতে পারে তৃণমূল। বুধবার বিধানসভার (West Bengal Assembly) ভেতরকার একটি ঘটনা তুলে ধরে এমনই দাবি করেন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। ইতিমধ্যেই তাঁর দাবি নিয়ে শুরু হয়েছে চর্চা।

শুভেন্দুকে (Suvendu Adhikari) খুন করতে পারে তৃণমূল!

ধর্মের নামে সংকীর্ণ রাজনীতির অভিযোগে গতকাল তেতে উঠেছিল বিধানসভা। বুধবার ফের তার পুনরাবৃত্তি ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন প্রতিবাদে সরব হন বিজেপি বিধায়করা। এরপর ওয়াক আউট করেন তাঁরা। পরবর্তীতে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েই শুভেন্দুকে খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শঙ্কর (Shankar Ghosh)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু বিরোধিতার অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে এদিন কালো পোশাক পরে বিধানসভায় গিয়েছিলেন বিজেপি (BJP) বিধায়করা। শঙ্কর বলেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, সেই সময় আমরা নানান প্রশ্ন করছিলাম। হঠাৎ তখন দেখা যায়, বিজেপি বিধায়কদের মতোই কালো জামা পরে একজন লোক বিধানসভার ভেতর ঢুকে ভিডিও রেকর্ড করছেন।

আরও পড়ুনঃ ‘আপনাদের থেকে সার্টিফিকেট নিতে হবে আমি কতটা হিন্দু?’ BJP-কে আক্রমণ মমতার

বিজেপির মুখ্য সচেতক বলেন, এই বিষয়ে অধ্যক্ষকে বলা হলেও তিনি কালো পোশাক পরিহিত ওই ব্যক্তিকে ধরার জন্য তৎপর হননি। আমাদের ধারণা, ওই ব্যক্তি কলকাতা পুলিশের নিরাপত্তায় বিধানসভায় প্রবেশ করেছেন। সম্ভবত বিধানসভার ভেতর শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খুনের পরিকল্পনা করা হচ্ছে। সেই কারণেই বিজেপি বিধায়কের বেশে বিধানসভায় ঢুকে ওই ব্যক্তি ভিডিও রেকর্ড করছিলেন।

Suvendu Adhikari

এদিকে আজ বিধানসভার ভেতর দাঁড়িয়েও বেশ কিছু ঝাঁঝালো সওয়াল করেন বিজেপি বিধায়ক শঙ্কর। মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি বলেছেন সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চয়‌ই আশা করব আপনি স্বীকার করবেন এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন। একথা বলার পরেই ফের চেঁচামেচি শুরু হয়।

মমতাকে উদ্দেশ্য করে শঙ্কর আরও বলেন, আপনার দলের এক বিধায়ক বলেন, আমরা ৭০ আপনারা ৩০। আপনাদের (হিন্দু) কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আপনি তখন কী করেছেন? আপনার মেয়র, এই বিধানসভার এক মন্ত্রী বলেছিলেন ধর্মান্তকরণের কথা। তখন আপনি চেয়ারের মর্ম রেখেছেন? আপনি চেয়ারের মর্যাদা রাখলে আমরাও আপনার চেয়ারের মর্যাদা রাখবো। যদি আপনি সেটা না রাখেন তাহলে আমরাও রাখতে পারবো না। এরপর বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে (Mamata Banerjee) খুন করা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর