বাংলাহান্ট ডেস্কঃ জোট বাড়ছে তৃণমূলের (All India Trinamool Congress)। বাংলায় (West bengal) প্রতিনিয়ত রাজনৈতিক শিবিরে ভাঙ্গা গড়ার খেলা লেগেই রয়েছে। কখনও বিরাট সংখ্যক মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, কোথাও বা আবার গেরুয়া শিবিরকে ত্যাগ করে যুক্ত হচ্ছেন সবুজ শিবিরে।
মমতা ব্যানার্জীর বক্তব্য
এরই মাঝে গত ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসে ভার্চুয়াল সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন, ‘কেউ যদি ভুল করে বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএমে গিয়ে থাকেন তাহলে বলব এখনও সময় আছে, মানুষের জন্য কাজ করতে চাইলে তৃণমূলে যোগ দিন’।
তৃণমূলে যোগ চার হেভিওয়েট সদস্য
মুখ্যমন্ত্রীর এই বাণীই যেন বেদবাক্যের মত কাজে দিল। তৃণমূলের ডাকে সাড়া দিয়ে বুধবার প্রখ্যাত সঙ্গীত শিল্পী কার্তিক দাস বাউল এবং লক্ষণ দাস বাউল নাম লেখালেন সবুজ শিবিরে। তাঁদের পাশাপাশি ডাক্তার বাদল অশ্রু ঘাটা এবং উদ্যোগপতি সন্দীপ ভারতীয়ারাও যোগ দিলেন তৃণমূলে।
উচ্ছ্বসিত পার্থ চট্টপাধ্যায়
ক্রমশ পাল্লা ভারী হচ্ছে তৃণমূলের। দলে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই বাউলকে সঙ্গী পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল মহাসচিব পার্থ চট্টপাধ্যায়। তিনি বললেন, ‘বিজেপি যতই ধর্মাশ্রয়ী ও হিংসাত্মক রাজনীতি করুক না কেন, তাঁদের বিরুদ্ধে গিয়ে বাংলার চিরন্তন ঐতিহ্যকে দৃঢ়ভাবে সকলের সামনে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ডাকে সাড়া দিচ্ছে মানুষজন। তাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁর অনুপ্রেরণায়ই অবলীলায় রাজনীতির ময়দানে পা রাখছেন। বর্তমান পরিস্থিতির মধ্যেও এই চার মহান ব্যক্তির আবেদনে সহমত পোষণ করে তাঁদের দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী’।
দলে নতুন সদস্যদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।