বাংলাহান্ট ডেস্ক : বসন্তের ছোঁয়া রাজ্যজুড়ে। শীত বিদায় নিয়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আবারও বৃষ্টি হতে পারে রাজ্যে৷ আগামী কয়েকদিন উর্ধ্বমুখীই থাকবে পারদ। কবে থেকে বৃষ্টি হতে চলেছে রাজ্যে, জেনে নিন।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৮° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ৮.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৫%
আজকের আবহাওয়া
রাজ্য থেকে এই বছরের জন্য বিদায় নিয়েছে শীত৷ তাপমাত্রাও উর্ধ্বমুখী রাজ্যজুড়েই। গতকাল দার্জিলিং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও শুকনো ছিল বাকি সবকটি জেলাই। আজ সারাদিন শুকনো থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও বাকি রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই৷ গতকাল থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজও অব্যাহত থাকবে তা। রাতের তাপমাত্রা খুব একটা না বাড়লেও প্রায় সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৩-৫° সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। যদিও শুকনো থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া। আগামীকাল অবধি তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন না হলেও তারপর থেকে ৩ দিন বাড়বে রাতের তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে প্রায় ২-৪°। আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্তের জেরে।
উত্তরবঙ্গের মতই আগামী ১৮ তারিখ সকাল অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। আগামী কয়েকদিন আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই মোটামুটি অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা৷ তবে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫° সেলসিয়াস।
বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে সপ্তাহান্তে ২০ ফেব্রুয়ারি রবিবার গাঙ্গেয় দক্ষিনবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। পরিষ্কার থাকবে আকাশ। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।