বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। মোট সাতটি দফায় এবারের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রয়েছে পঞ্চম দফার নির্বাচন। গোটা দেশে এই নির্বাচন প্রক্রিয়া চলছে ধাপে ধাপে। এই আবহে যে যে জায়গায় ভোট চলছে সেই সব জায়গায় বন্ধ থাকছে ব্যাংক। মে মাসে শুরুর দিকে বেশ কিছুদিন বন্ধ ছিল ব্যাংক (Bank)।
আবার মে মাসের শেষ দিকে চার দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। ২০ মে থেকে ২৬ শে মের মধ্যে ব্যাংক খোলা থাকবে মাত্র তিন দিন। বাকি চার দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ অর্থাৎ ২০ মে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই, সীতামারহি, সরণ, মধুবনি, হাজারিবাগ, মুজাফফরপুর, কোডারমা, বিহারের হাজিপুর এবং ঝাড়খণ্ডের চতরায়ে।
আরোও পড়ুন : সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা! পর্যটকদের জন্য জারি কড়া নির্দেশিকা, আর যেতে পারবেন না এখানে
এই জায়গাগুলিতে আজ ব্যাংক বন্ধ। এছাড়াও অন্যান্য যে যে আসনে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানেও বন্ধ রয়েছে ব্যাংক। ২১ ও ২২শে মে খোলা থাকছে ব্যাংক। এরপর ব্যাংক পুনরায় খুলবে ২৪ তারিখ। অর্থাৎ পরপর দুদিন ব্যাংক বন্ধ থাকছে। তাই আপনাদের যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে এই সময়টাতে গিয়ে মিটিয়ে আসতে পারে।
গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে আগামী ২৩শে মে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এদিন গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৪ শে মে ব্যাংক খুলবে। এছাড়াও ব্যাংক বন্ধ থাকতে চলেছে ২৫ ও ২৬ তারিখ। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ তারিখ। এছাড়াও এদিন চতুর্থ শনিবার। এই উপলক্ষে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক। এছাড়াও ২৬ তারিখ রবিবার। রবিবার উপলক্ষে গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক।