বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। ইতিমধ্যেই সুপার এইট পর্বের খেলা শেষ হয়ে শুরু হয়ে গিয়েছে সেমিফাইনালের লড়াই। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান (Afghanistan) এবং দক্ষিণ আফ্রিকা (South Africa)। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে গিয়ে পৌঁছে গিয়েছে ফাইনালে। এমতাবস্থায়, দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত (India) এবং ইংল্যান্ড (England)।
গায়ানাতে সম্পন্ন হতে চলা এই ম্যাচে ভারতের কাছে থাকছে বদলা নেওয়ার সুযোগ। কারণ, এর আগের T20 বিশ্বকাপে এই সেমিফাইনালের পর্বেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই, এবারে রোহিত বাহিনী এটাই চাইবে যে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছতে। এদিকে, ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, এই রুদ্ধশ্বাস ম্যাচের আগে ইংল্যান্ড দলে হতে পারে বড় পরিবর্তন। শুধু তাই নয়, ইংল্যান্ড সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে এমন এক বোলারকে নিয়ে আসতে পারে যিনি অতীতে টিম ইন্ডিয়াকে বড় ক্ষত দিয়েছেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সেমিফাইনালের মঞ্চে ইংল্যান্ড মার্ক উডকে কাজে লাগাতে চাইবে। আর সেই কারণেই অত্যন্ত সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে। কারণ, মার্ক উডের বলে বহুবার আউট হতে হয়েছে ভারতের অন্যতম দুই নির্ভরযোগ্য ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে উডের যথেষ্ট ভালো পারফরম্যান্স রয়েছে। আর সেই কারণেই সেমিফাইনালে তিনি হতে পারেন ইংল্যান্ড দলের “তুরুপের তাস”।
আরও পড়ুন: মাত্রাতিরিক্ত হারে বিল বাড়িয়েছে CESC, অভিযোগ জানিয়ে গর্জে উঠলেন শুভেন্দু, দিলেন ডেডলাইন
ভয়ঙ্কর গতি দিয়ে করতে পারেন জব্দ: প্রসঙ্গত উল্লেখ্য যে, মার্ক উড তাঁর ভয়ঙ্কর গতির মাধ্যমে প্রতিপক্ষ দলের ব্যাটারদের সমস্যায় ফেলতে সিদ্ধহস্ত। তাঁর বলের মুখোমুখি হতে অসুবিধা সম্মুখীন হতে হয় রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলিকেও। ২০২১ সালে যখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে গিয়েছিল সেই সময়েও উডের বলেই আউট হতে হয়েছিল রোহিতকে। উডের করা শর্ট বলে পুল মারতে গিয়ে রোহিত আউট হন। এদিকে, চলতি বছরে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও উডের বলের সামনে টিম ইন্ডিয়ার ব্যাটারদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। তাই, সেমিফাইনালে তিনি যদি ভারতের বিরুদ্ধে খেলতে নামেন তাহলে অবশ্যই রোহিত শর্মাদের বাড়তি সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন: চলন্ত ট্রেনে মর্মান্তিক দুর্ঘটনা! আচমকাই নিচে পড়ল আপার বার্থ, ঘাড় ভেঙে মৃত্যু হল বৃদ্ধের
সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: ফিল সল্ট, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি এবং মার্ক উড।