বাংলা হান্ট ডেস্ক: রতন টাটা (Ratan Tata)-কে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। বর্ষীয়ান এই শিল্পপতি তাঁর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং দয়ালু মনোভাবের কারণে সবাইকে করেছেন আকৃষ্ট। শুধু তাই নয়, বর্তমানে তিনি দেশের নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যেও বাড়িয়ে দেন সাহায্যের হাত। আর সেই কারণেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা।
এদিকে, প্রায় ২০ বছর পর টাটা গ্রুপের (Tata Group) একটি কোম্পানির আইপিও এসেছে। যেটি আসার সাথে সাথে বাজারে আলোড়ন সৃষ্টি হয়। মূলত, রতন টাটার কারণেই সকলের বিশ্বাস অর্জন করতে শুরু করেছে টাটা টেক। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই আইপিওতে এক লক্ষ কোটি টাকার বাজি ধরা হয়েছে। শুক্রবার ছিল টাটা টেকের আইপিওর সাবস্ক্রিপশনের শেষ দিন। বিকেল ৪ টা ৫৭ মিনিটে কোম্পানিটির আইপিও প্রায় ৭০ গুণ সাবস্ক্রাইব হয়েছে। এমতাবস্থায় চলুন জেনে নিই টাটা টেকের আইপিওর বর্তমান অবস্থা।
আরও পড়ুন: বিয়ে বাড়ির খাওয়ার খেয়ে অসুস্থ শতাধিক, ভর্তি হতে হল হাসপাতালে, তুমুল চাঞ্চল্য এলাকায়
এক লক্ষ কোটি টাকার বাজি:
উল্লেখ্য যে, টাটা টেকের আইপিও হল ৩,০০০ কোটি টাকা। বিনিয়োগকারীরা এই আইপিওতে প্রচুর টাকা বিনিয়োগ করেছেন। ৩,০০০ কোটি টাকার আইপিওর জন্য বিনিয়োগকারীরা ১ লক্ষ কোটি টাকারও বেশি অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। এই আইপিওর ইস্যু মূল্য ৪৮৫ টাকা থেকে ৫০০ টাকা। আজ ছিল সাবস্ক্রিপশনের শেষ দিন। এদিকে, এই আইপিওর বিপুল চাহিদার কারণে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ৬৬,০০০ কোটি টাকার বিড করেছে। এর মানে হল যে, কোম্পানিটি কিউআইবি থেকে আইপিওতে সর্বাধিক সাবস্ক্রিপশন পেয়েছে।
আরও পড়ুন: ঝড় তুলল ৮৪ পয়সার এই স্টক! মাত্র তিন বছরেই দিল ১৬,০০০ শতাংশ রিটার্ন, আপনিও কি করেছেন বিনিয়োগ?
৮০ শতাংশের বেশি প্রিমিয়াম:
জানিয়ে রাখি যে, যেভাবে এই কোম্পানির আইপিও ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে, ঠিই সেইভাবে কোম্পানির লিস্টিংয়েও ধামাকা হতে পারে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, কোম্পানির শেয়ারের দাম ৮০ শতাংশের বেশি প্রিমিয়ামে হতে পারে। যদি এমন হয় তবে, লিস্টিংয়ের সময় কোম্পানির শেয়ার ৯০০ টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা নিঃসন্দেহে চমকপ্রদ বিষয় হবে।
এদিকে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলির মধ্যে এই কোম্পানির শেয়ারের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি, জানা গিয়েছে গ্রে মার্কেট প্রিমিয়াম ৯০০ টাকার বেশি। বিশেষজ্ঞদের মতে, কোম্পানির শেয়ার ১,০০০ টাকায়ও তালিকাভুক্ত হতে পারে। দীর্ঘদিন ধরে এই কোম্পানির শেয়ারের অপেক্ষায় ছিলেন বিনিয়োগকারীরা। অবশেষে সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে।